সোমবার অর্থাৎ ৫ মে শুরু হল মেট গালা ২০২৫। এই বছর নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটি। চলতি বছর এই অনুষ্ঠানে প্রথম অংশগ্রহণ করতে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খান। উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া, ইশা আম্বানি, মোনা প্যাটেল সহ আরও অনেকে। আমন্ত্রণপত্র পেয়েছেন দিলজিৎ দোসাঁঝও।
সোমবার একটি ভিডিয়োর মাধ্যমে মেট গালা ২০২৫-এর আমন্ত্রণপত্র সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা তথা গায়ক দিলজিৎ দোসাঁঝ। নিউইয়র্ক-এর হোটেল রুম থেকে এই ভিডিয়োটি করেন তিনি। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাই বল আগামীকাল আমি কী পরব, যাতে সবাইকে চমকে দিতে পারি।’
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই মুখ থুবড়ে পড়লেন বরুণ, কান্ড দেখে হেসে খুন ম্রুণাল, মৌনীরা
ভিডিয়োটি আদতে ভীষণ মজার। আমন্ত্রণ পত্রটি হাতে নিয়ে দিলজিৎ বলছেন, ‘আমাকে আর অন্য কোনও আমন্ত্রণ পত্র না পাঠালেও চলবে কারণ আমি মেট গালার আমন্ত্রণ পত্র পেয়েছি।’
দিলজিৎ আরও বলেন, ‘অনুষ্ঠানের রিল বানাতে পারবো না, কারণ মুঠোফোন বা ক্যামেরা নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করা বারণ। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, একটি আমন্ত্রণপত্র শুধুমাত্র একজন ব্যক্তির জন্যই প্রযোজ্য। প্রত্যেক প্লেটের হিসেব রাখা হচ্ছে।’

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
পাঞ্জাবি এই গায়কের ভিডিয়ো ইতিমধ্যেই দেখেছেন বহু মানুষ। দিলজিৎ- এর মেট গালা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেখে ভীষণ খুশি তাঁর ভক্তরা। ভিডিয়োয় কমেন্ট করে একজন লিখেছেন, ‘এই প্রথম মেট গালা অনুষ্ঠানে ফ্যাশন আইকন হবেন সর্দারজি।’ অন্য একজন লিখেছেন,' আপনার কমেডি সেন্স ভীষণ সুন্দর। আপনি লেখালেখি করতে পারেন।'
আরও পড়ুন: 'সত্যজিৎ রায়ের সমকক্ষ...', মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে কটাক্ষ করলেন জিতু?
আরও পড়ুন: 'আরও বিনিয়োগ..', Waves summit 2025-এ বলিউডের উন্নতির জন্য কোন টিপস দিলেন আমির?
প্রসঙ্গত, এই বছর প্রথম মেট গালা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহরুখ। সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সজ্জিত হবেন তিনি। উপস্থিত থাকবেন অন্তঃসত্ত্বা কিয়ারা, স্ত্রীকে সঙ্গ দিতে উপস্থিত হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রাও।