বাংলা নববর্ষেই সুখবর শুনিয়েছেন যিশু সেনগুপ্ত। অভিনেতা বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে শুরু করেছেন নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’। নতুন এই প্রযোজনা সংস্থার কথা সবেমাত্র ঘোষণা হয়েছে। খোলা হয়েছে সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ। তবে এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে যিশু-সৌরভের সেই সংস্থার নামে একটি ফেক অ্যাকাউন্ট। আর সেটি নজর এড়ায়নি খোদ অভিনেতা-প্রযোজক যিশু সেনগুপ্তের।
১৮ এপ্রিল, শুক্রবার ইনস্টাস্টোরিতে সেই ফেক অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে সকলকে সতর্ক করে দিয়েছেন। লিখেছেন, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। এই অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। যাতে কেউ ভুলপথে চালিত না ন।’ যিশুর স্ক্রিনশট অনুযায়ী ফিল্ম প্রোডাকশন হাউস নামে খোলা হয়েছে অ্যাকাউন্টটি। সঙ্গে ব্যবহার করা হয়েছে যিশুর নতুন প্রযোজনা সংস্থার লোগো।
আরও পড়ুন-‘জাট’ নিয়ে আইনি বিপাকে, সানি দেওল, রণদীপ হুদা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হল FIR
আরও পড়ুন-'জানালা থেকে লম্বা একটা ফিতে পায়ের সঙ্গে বেঁধে…', কেমন আছেন? কী হয়েছে ৮৯-এর ধর্মেন্দ্রর?