গীতিকার ও চিত্রনাট্য লেখক জাভেদ আখতারের দ্বিতীয় স্ত্রী শাবানা আজমি। হানি ইরানির সঙ্গে যখন বৈবাহিক সম্পর্কে ছিলেন জাভেদ, সেইসময়ই সম্পর্কে জড়ান শাবানা ও জাভেদ। এবারসেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে অকপটে কথা বললেন তিনি। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে, যাঁরা তাঁকে 'ফেমিনিস্ট মডেল' বলে মনে করতেন, তাঁদের অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন যে, জাভেদের প্রথম স্ত্রী হানি ইরানির অধিকার খর্ব করে তিনি নিজের সুখ খুঁজলেন।
কী বললেন শাবানা?
বলিউড অভিনেত্রী শাবানা আজমি স্বীকার করেছেন, গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করে সমালোচিত হয়েছিলেন তিনি। জানান, ‘অনেকের জন্যই আমি ছিলাম 'ফেমিনিস্ট মডেল'। অনেকেই তাই হতবাক হয়েছিলেন, কীভাবে কোনো মহিলার অধিকার কেড়ে নিয়ে, আমি নিজের খুশি খুঁজে নিতে পারি। আমাকে নিয়ে অনেকেই তখন নানা কথা বলা শুরু করেছিল।’
‘আমি হয়তো চাইলেই পারতাম যে কোন পরিস্থিতি এসব হয়েছে, সেগুলো সামনে আনার। কিন্তু আমি জানতাম যে, ব্যক্তিগত জলঘোলা হবে, পরিবারের মানুষগুলোকে টেনে আনা হবে। ওদের ক্ষতি হচ। তাই চুপ থাকাই শ্রেয় ছিল। পরে সব শান্ত হয়।’
হানি ইরানির সঙ্গে সম্পর্ক নিয়ে শাবানা আরও বলেন, ‘আমাদের মধ্যে এখন খুব দৃঢ় বন্ধন। কারণ আমরা নিজেদের নিয়ে কখনো কোনো কাদা ছোড়াছুড়ি করিনি। এর কৃতিত্ব আমি হানি, জাভেদ আর নিজেকে দেব।’
‘এর কৃতিত্ব হানির’
হানি ইরানির সঙ্গ তাঁর বর্তমান সুসম্পর্কের উল্লেখ করে শাবানা আরও যোগ করেন, ‘এটা সম্ভব হয়েছিল কারণ এখানে কোনো কাদা ছোঁড়া হয়নি। এর কৃতিত্ব হানির, আমার আর জাভেদের। আসলে আমরা তিনজনেই এই নিয়ে কোনো রকমের আলোচনা থেকে বিরত ছিলাম। এখন বুঝি, এটি বুদ্ধিমানের মতো কাজ ছিল।’
জাভেদ আখতার চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে ১৯৮৪ সালে, তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, শাবানাকে বিয়ে করেন। হানি এবং জাভেদের দুই সন্তান, চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার এবং অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার।