অভিনয় ছাড়া বই এমন একটি জিনিস যার সোনম কাপুরের ভীষণ পছন্দ। কাজের ফাঁকে সময় পেলেই তিনি বই পড়েন। বই পড়ার অভ্যাস কীভাবে গড়ে উঠলো, ছেলের মধ্যেও কীভাবে এই অভ্যেস গড়ে তুলছেন তিনি? কেন বই পড়া উচিত, এ সমস্ত বিষয় নিয়ে খোলাখুলি কথা বললেন ‘বইপোকা’ সোনম কাপুর।
বইয়ের প্রতি ভালোবাসা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বই হল আমাদের সব থেকে ভালো বন্ধু। প্রতিদিন বই পড়লে যেমন কল্পনা শক্তি গড়ে ওঠে তেমন মনের মৌলিকতা দূর হয়। বই পড়ার অভ্যেস গড়ে উঠলে আপনার মন অনেক শান্ত হয়ে যায় এবং আপনি একজন চিন্তাশীল ভালো মানুষ হয়ে ওঠেন।’
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
অভিনেত্রী আরও জানান, বই পড়ার সময়টা তাঁর কাছে স্বর্গ। জীবনে আনন্দে থাকুক বা মানসিক উদ্বেগ, বই সব সময় তাঁকে সঙ্গ দিয়েছে। এই বইয়ের প্রতি ভালোবাসা গড়ে উঠেছে তাঁর মা সুনিতা কাপুরের জন্য। সুনিতা কাপুর নিজেও একজন বই পাগল মানুষ। সময় পেলেই নিয়মিত বই পড়েন তিনি। ছোট থেকেই মাকে দেখে তাই সোনমের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হয়েছিল।
তবে শুধু মা নন, বাবা অনিল কাপুরও বই পড়তে ভীষণ ভালোবাসেন। তবে অনিল কাপুর বেশি পছন্দ করেন আত্মজীবনী মূলক বই পড়তে। মা এবং বাবাকে দেখেই সোনম, রিয়া এবং হর্ষবর্ধনের মধ্যে বই পড়ার প্রবণতা তৈরি হয়েছিল। বই পড়ার এই অভ্যেস এবার নিজের সন্তানের মধ্যেও তৈরি করার চেষ্টা করছেন সোনম।
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের পারিবারিক রুটিনের একটি অংশ হল বই পড়া। আমি প্রত্যেকদিন কমপক্ষে দেড় ঘন্টা আমার ছেলের সঙ্গে বই পড়ি। কল্পকাহিনী, নন ফিকশন, ছবির বই এই সমস্ত বিভিন্ন ছোটদের বই নিয়ে সময় কাটাই আমরা। আমার মনে হয়, বাচ্চারা যখন দেখে যে বাবা মা বই পড়ছে, তখন তাদের মধ্যেও বই নিয়ে আগ্রহ তৈরি হয়। ভালোবাসা তৈরি হয় বই নিয়ে। এই ভাবেই চেষ্টা করছি ছেলের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করার।’