ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পরই আবু ধাবিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, রবিবার যে সময়ে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলে, তার ঠিক এক ঘণ্টার মধ্যেই তেল আভিভ বিমানবন্দরে অবতরণের কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৩৯ বিমানের। ফলে ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ভারতীয় বিমানটি।
আরও পড়ুন-বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ থেকে সরছেন অন্যতম ধনকুবের, কে ওয়ারেন বাফেট?
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ ডট কমের তথ্য তথ্য অনুযায়ী, বিমানটি যখন আবু ধাবিতে ঘুরিয়ে আনা হয় তখন জর্ডানের আকাশসীমায় ছিল। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর তেল আভিভ থেকে দিল্লিগামী বিমান রবিবারের জন্য বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।ওয়েবসাইট অনুসারে, ৫ এবং ৬ মে তেল আভিভ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাতিল করা হয়েছে।এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘বিমানটি আবু ধাবিতে স্বাভাবিকভাবে অবতরণ করেছে এবং শিগগিরই দিল্লিতে ফিরে আসবে।’ এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘দিল্লি থেকে তেল আভিভগামী এয়ার ইন্ডিয়ার বিমান আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার পর আবুধা বিতে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটি আবু ধাবিতে স্বাভাবিকভাবে অবতরণ করে এবং শিগগিরই তা দিল্লিতে ফিরে আসবে।’ মুখপাত্র আরও বলেন, ‘এতে আমাদের গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আভিভ থেকে আমাদের কার্যক্রম তাৎক্ষণিকভাবে ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে। আমাদের কর্মীরা যাত্রীদের সহায়তা করছেন এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।’
আরও পড়ুন-বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ থেকে সরছেন অন্যতম ধনকুবের, কে ওয়ারেন বাফেট?
ফের পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! সেনার তথ্য পাচার, পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার ২ সন্দেহভাজন
অন্যদিকে ইজরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর প্রধান বিমানবন্দর তেল আভিভে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষ চূড়ান্ত অনুসন্ধান চালানোর পর বিমানবন্দরের আশেপাশে বিমান চলাচল এবং অন্যান্য কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইজরায়েলি এক কর্মকর্তা বলেন, 'আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমাদের ঠিক পিছনে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে দশ মিটার ব্যাসের একটি গর্ত তৈরি হয়েছে। এটি দশ মিটার গভীর।' তিনি বলেন, উল্লেখযোগ্য কোনও ক্ষতি হয়নি। ইজরায়েলের প্যারামেডিক সার্ভিসের ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, চারজন সামান্য আহত হয়েছেন।বিমানবন্দরে হুথি হামলার পরে ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার সাহায্যে এই হামলা আটকাতে ব্যর্থ হয়েছে।ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। যদিও হুথি এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।