টেসলা এবং স্পেসএক্স সিইও ইলন মাস্কের সাথে আজ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই নিয়ে একটি পোস্ট করে নিজেই সেই কথা জানান প্রধানমন্ত্রী। এই বিষয়ে মোদী বলেন, এই বছরের শুরুর দিকে ওয়াশিংটন ডিসিতে তাদের বৈঠকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল সেগুলি নিয়েই কথোপকথন হয়েছে দু'জনের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ তথ্য শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ইলন মাস্কের সঙ্গে কথা হয়েছে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের সময় আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি সহ। প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আমরা আলোচনা করেছি। এই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বকে আরও জোরদার করতে ভারত অঙ্গীকারবদ্ধ।' (আরও পড়ুন: 'ওয়াকফ তো অজুহাত মাত্র, উদ্দেশ্য কাফেরদের নির্মূল করা', বিস্ফোরক BJP MLA)
আরও পড়ুন: দিলীপ ঘোষের বাড়িতে তাবড় BJP নেতারা, বিয়ে নিয়ে 'বিতর্ক' প্রসঙ্গে সুকান্ত বললেন…
মোদী-মাস্কের এই কথোপকথন এমন এক সময়ে এসেছে যখন ইলন মাস্কের সংস্থাগুলি, বিশেষত টেসলা এবং স্টারলিংক ভারতে প্রবেশের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। টেসলা ভারতে একটি উৎপাদন ইউনিট স্থাপনের জন্য সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করছে। একই সময়ে, স্টারলিংক ভারতে উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহ করতে এয়ারটেল এবং জিওর সাথে অংশীদারিত্ব করেছে। ইলন মাস্কের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী লিখেছেন, 'ওয়াশিংটন ডিসিতে ইলন মাস্কের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছিল। তা নিয়েই তাঁর সঙ্গে কথা হল আজ। আমরা মহাকাশ, গতিশীলতা, প্রযুক্তি এবং উদ্ভাবন সহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম - যা নিয়ে ইলন বিশেষভাবে আগ্রহী। ভারতের সংস্কার ও 'ন্যূনতম বাধা, অধিকতম প্রশাসন' নীতি সম্পর্কেও আমি অবহিত করেছি তাঁকে।' (আরও পড়ুন: ঘরছাড়ারা ফিরেছে, দাবি কল্যাণের, মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে বড় নির্দেশ HC-র)
আরও পড়ুন: মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে ভারতকে 'জ্ঞান' দিতে এসে সপাটে 'চড়' খেল বাংলাদেশ!
এদিকে ভারতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার জন্য স্পেসএক্সের সাথে অংশীদারিত্বের বিষয়ে এয়ারটেলের ঘোষণা করে ১১ মার্চ। আর সেই ঘটনার একদিন পরই ইলন মাস্কের সংস্থার সাথে একই ধরণের চুক্তি ঘোষণা করে মুকেশ আম্বানির জিও। রিপোর্ট অনুযায়ী, জিও তার খুচরা বিক্রয়কেন্দ্রগুলির পাশাপাশি তার অনলাইন স্টোরফ্রন্টগুলির মাধ্যমে স্টারলিংকের ডিভাইসগুলি বিক্রি করবে। চুক্তিটি স্পেসএক্সের ভারতে স্টারলিংক বিক্রির নিজস্ব অনুমোদন পাওয়ার সাপেক্ষে কার্যকর হবে।
উল্লেখ্য, ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানে ইলন মাস্ক আগ্রহ প্রকাশ করে আসছিলেন। ভারতও কয়েকদিন আগে জানিয়ে দেয় যে স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টনের ক্ষেত্রে নিলাম হবে না। বরং প্রশাসনিক ভাবে বণ্টন করা হবে স্পেকট্রাম। এর আগে টেরেস্ট্রিয়াল স্পেকট্রামের বণ্টন নিলামের ভিত্তিতে হত। জিও এবং এয়ারটেল এই পদ্ধতিকেই বেশি পছন্দ করে থাকে। তবে বরাবরই এই নিমাল পন্থার বিরোধিতা করে এসেছেন ইলন মাস্ক। আর এই আবহে এয়ারটেল এবং জিও-র সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছে মাস্কের স্পেসএক্স।
উল্লেখ্য, বিশ্বের প্রায় সর্বত্রই প্রশাসনিক ভাবে স্যাটেলাইট স্পেক্ট্রাম বণ্টন করা হয়ে থাকে। তবে ভারতে স্যাটেলাইট স্পেকট্রামের নিলাম চেয়েছিলেন মুকেশ আম্বানি। পাশাপাশি এয়ারটেলের ভারতী সুনীল মিত্তলও এই পদ্ধতিকেই সমর্থন করেন। তবে অ্যামাজনের প্রোজেক্ট কুইপার থেকে স্টারলিংক চাইছিল যাতে ভারতে প্রশাসনিক ভাবেই স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন হয়। উল্লেখ্য, ভারত ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের সদস্য। এটি রাষ্ট্রসংঘের একটি সংস্থা। এই সংস্থার সদস্য হওয়ার সুবাদে ভারতের আন্তর্জাতিক নিয়ম মেনে স্যাটেলাইট স্পেক্ট্রাম বণ্টন করা উচিত বলে দাবি করেছিলেন মাস্ক। তবে ভারতে প্রতিযোগীদের মোকাবিলা করার বদলে তাদের সঙ্গেই হাত মিলিয়েছে মাস্কের সংস্থা।