শুভব্রত মুখার্জি: বাস্তব জীবন যে কতটা 'আনপ্রেডিক্টেবেল' তার একাধিক উদাহরণ বারবার আমাদের সামনে উঠে এসেছে। শুক্রবার অর্থাৎ ৪ মার্চ, ২০২২ ক্রিকেট বিশ্ব ফের একবার সাক্ষী থাকল এই অনিশ্চিয়তার। একই দিনে জোড়া দুঃসংবাদের সম্মুখীন হতে হল অস্ট্রেলিয়া তথা গোটা ক্রিকেট বিশ্বকে। সকালেই খবর এসেছিল ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি অজি উইকেট রক্ষক ব্যাটার রডনি মার্শ। কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুতে শোকবার্তা জানিয়ে টুইটের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন শেন কিথ ওয়ার্ন। তখন হয়ত তার অগনিত ভক্তরা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি সেই তিনি কয়েকঘণ্টা পরেই মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বেন।
রডনি মার্শের মৃত্যুর পরবর্তী শেন ওয়ার্ন টুইট করে তার শোকবার্তা জানান। তিনি হয়ত ভাবতেও পারেননি সেটাই তার জীবনের শেষ টুইট হতে চলেছে। টুইটারে ওয়ার্ন লিখেছিলেন 'অত্যন্ত দুঃখজনক খবর শুনতে পেলাম যে রডনি মার্শ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের গ্রেট গেমের উনি একজন কিংবদন্তি ছিলেন। ছোট ছোট একাধিক ছেলে এবং মেয়েদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা। ক্রিকেটের বিষয়ে তার গভীর অনুরাগ ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা তার কাছ থেকে উপকৃত হয়েছেন। রস এবং তার পরিবারকে অসংখ্য ভালবাসা পাঠাচ্ছি। শান্তিতে থেক সতীর্থ।'
প্রসঙ্গত ১৯৭০-৮৪ দেশের হয়ে ৯৬টি টেস্ট ম্যাচ খেলা রডনি মার্শ ৭৪ বছর বয়সে আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক সপ্তাহ আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কুইন্সল্যান্ডে এক অর্থ সংগ্রহের অনুষ্ঠানে তিনি প্রথমবার হৃদরোগে আক্রান্ত হয়ার কয়েকদিনের মধ্যেই এই ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হল তাকে। আর সকালে তার মৃত্যুতেই শোকবার্তা জ্ঞাপন করে শ্রদ্ধার্ঘ্য জানানোর কয়েকঘণ্টার মধ্যে কিংবদন্তি শেন ওয়ার্ন ও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই হৃদরোগে আক্রান্ত হয়েই মাত্র ৫২ বছর বয়সে অকাল মৃত্যুর মুখে ঢলে পড়লেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।