বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে ২০২৫ সালে বেশ কয়েকটি গ্রহের রাশি পরিবর্তন করতে চলেছেন। গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতির গুরুত্ব নানান দিক থেকে রয়েছে। চলতি বছরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার হবেন। আর তিনি নতুনত্ব চালে চলবেন। কবে কবে রয়েছে দেবগুরু বৃহস্পতির গোচর? আর তার বিশেষ অতিচারী চালের জেরে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, দেখে নিন।
মেষ
এই সময় সাহস ও পরাক্রম বাড়তে পারে। এই সময় আপনার ব্যবসায় তুমুল উন্নতির যোগ রয়েছে। আয়ে বৃদ্ধির যোগ রয়েছে। সব ক্ষেত্র থেকে সাফল্য পাবেন। স্বাস্থ্য এই সময় ভালোর দিকে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময় ভালো কাটবে। টাকা সঞ্চয় এবার বাড়বে। কোনও দেশ বিদেশের যাত্রায় যেতে পারেন।
বৃষ
গুরু, আপনার রাশির ধন আর বাণীর স্থানে সঞ্চার করবেন। এই সময় আপনি সময়ে সময়ে আপনি আকস্মিক ধনলাভ করতে পারেন। চাকরিরতদের পদোন্নতির দিন আসছে। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। বেশি ভাবনা কোনও কিছু নিয়ে রাখবেন না। মন খুব ভালো থাকবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। সঙ্গীর সহযোগিতা পাবেন। আপনার কথা সময় সময়ে প্রভাব বিস্তার করবে। কাউকে ঋণ দিলে তা ফেরত পেতে পারেন।
সিংহ
আয়ের দিক থেকে এই সময় লাভ হবে। এই সময় আয়ে ব্যাপক উন্নতি রয়েছে। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। কেরিয়ারের দিক থেকে আসবে তুমুল সাফল্য। গুরু অতিচারী চালে চলতে শুরু করলেই, চাকরিরতদের জন্য দারুন ভালো সময় আসবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন সব কাজে। মন ভালো থাকবে। কোনও বিনিয়োগ থেকে পাবেন লাভ।
কবে রয়েছে বৃহস্পতির গোচর?
২০২৫ সালের ১৪ মে মিথুনে প্রবেশ করবেন গুরু বৃহস্পতি। সেই সময়ই হবে তাঁর অতিচারী চলন। এরপর ১৮ অক্টোবর মিথুন রাশি থেকে ১৮ অক্টোবর গুরু যাবেন কর্কট রাশিতে। এরপর ১১ নভেম্বর তিনি বক্রী হবেন, আর ৫ ডিসেম্বর মিথুন রাশিতে গোচর করবেন। গুরু, অতিচারী চলনের মাধ্যমে ৩ গুণ বেশি দ্রুত চলতে পারেন। যার প্রভাব রাশিগুলিতে পড়ে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)