বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব, চন্দ্র, বুধ, শুক্র সহ সব গ্রহের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আর এই আলাদা গুরুত্বের রাশিগুলি যখন একসঙ্গে জোট বাঁধে তখনই আসে শুভ সময়। এবার মীন রাশিতে এই সমস্ত গ্রহ, অর্থাৎ একসঙ্গে বহু গ্রহ তৈরি করতে চলেছে জমায়েত। তার জেরে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। এবার চন্দ্রও এই রাশিতে আসতে চলেছেন। ফলে তৈরি হতে চলেছে পঞ্চগ্রহী যোগ। তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখে নিন।
মীন
পঞ্চগ্রহী রাজযোগ লাকি প্রমাণিত হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এই রাশির বহু ক্ষেত্রে আসতে চলেছেন অপার সাফল্য। শুক্র এই রাশিতে মালব্য যোগ তৈরি করতে চলেছেন। এই রাশির জাতক জাতিকারা ধন সম্পত্তির মালিক হতে পারে এই গ্রহদের এই অবস্থানের জেরে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার জীবনে আনন্দ নিয়ে আসবে। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক আরও বাড়বে। আপনার সময় ভালো যাবে। আপনি আত্ম মন্থনের উদ্যোগ নেবেন। আপনার ভিতরে একটি বদল আসবে। আপনার তর্কের ক্ষমতা বাড়বে। কেরিয়ার সহ বহু দিক থেকে পাবেন লাভ।
( Bangladesh latest:পায়ুপথে হাওয়া ঢুকিয়ে নৃশংস খুন! শিশু হত্যায় চাঞ্চল্য বাংলাদেশে, আটক কিশোর)
কুম্ভ
এই রাশির দ্বিতীয় ভাবে রয়েছে এই রাজযোগ। এই রাশির জাতক জাতিকারা সব দিক থেকে অপার সাফল্য পেতে পারেন। শনিদেবের কৃপায় আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। পদোন্নতির সঙ্গে চাকরির সুযোগ আসবে। শারীরিক নানান সমস্যা থেকে পাবেন মুক্তি। গাড়ি, বাড়ি কেনার ইচ্ছা থাকলে তা পূরণ হবে। শুক্রের কৃপায় ভালো থাকবে প্রেম জীবন। বৈবাহিক জীবনে আসবে খুশি আনন্দ। আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে।
মিথুন
কর্মভাবে এই শক্তিশালী রাজযোগের নির্মাণ হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা চাকরি, ব্যবসায় তুমুল লাভ করতে পারবেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের বিপুল লাভের যোগ আসছে। যাঁরা চাকরির জন্য অন্য সংস্থায় আবেদন করেছেন, তাঁরা পাবেন লাভ। ব্যবসা উপচে পড়তে পারে লাভ। ব্যবসা নিয়ে কোনও স্ট্র্যাটেজি থাকলে, তা লাভ দেবে।
পঞ্চগ্রহী যোগ কবে?
আগামী ২৫ এপ্রিল ভোর ৩ টে ২৫ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন চন্দ্র। সেখানে তিনি ২৭ এপ্রিল পর্যন্ত থাকবেন। সেই সময়ই মীন রাশিতে পঞ্চগ্রহী যোগ। ৫৪ ঘণ্টার জন্য তৈরি হবে পঞ্চগ্রহী যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)