উত্তর ২৪ পরগনার অশোকনগরে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর এবার সরকারি জল প্রকল্পের তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হল তাজা বোমা। সব মিলিয়ে অশোকনগরের দিঘড়া-মালিকবেড়িয়ার উত্তরপাড়ায় ওই জলপ্রকল্পের ঘর থেকে ছ’টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের
জানা গিয়েছে, কয়েকদিন আগেই অশোকনগর ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছিল। মূলত মহিলাদের কটুক্তি করা নিয়ে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ ওঠে এলাকার তৃণমূল কর্মী আনোয়ার মণ্ডল মদ্যপ অবস্থায় মহিলাদের কটুক্তি করেন। তারই প্রতিবাদে গ্রামবাসীরা আনোয়ারকে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেন। এরপরে আনোয়ার তাঁর দলবল নিয়ে গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের বাড়ির সামনে বোমাবাজি করেন। পাশাপাশি গুলিও চালানো হয়।
সেই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা। পরে তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বসিরউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ঘটনার দিন ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ঘটনায় পুলিশ সৈয়দ বসিরউদ্দিন, আনোয়ার সহ বেশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পুলিশ সুমন চক্রবর্তী এবং সুমন সরকার নামে আরও দুজনকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর বুধবার ফের গ্রামে তল্লাশি চালায় পুলি। সেই তল্লাশিতেই ‘সজলধারা’ জলপ্রপাতের প্রকল্পের ওই ঘর থেকে দুটি গ্রামের ভিতর থেকে ৬টি বোমা উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই জল প্রকল্পের ঘরটি সুমন চক্রবর্তীর বাড়ির পাশেই অবস্থিত। শুধু বোমাই নয়, ওই ঘর থেকে মদের গ্লাস এবং খাবারের প্যাকেটও পাওয়া গিয়েছে। ফলে সেখানে মদের আসর বসত বলেও মনে করছে পুলিশ। যদিও জল প্রকল্পের ঘরটি পরিতক্ত ছিল বলেই জানা গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় রাজনীতিতে।