বিরিয়ানি খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরনোর পর রহস্যমৃত্যু হল এক নাবালিকার। এই ঘটনায় নাবালিকার ২ বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি নির্যাতন করে খুন করা হয়েছে নাবালিকাকে।জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বিরিয়ানি খাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় নাবালিকা। কিছুক্ষণ পরে তার এক বন্ধু ফোনে জানায়, নাবালিকা অসুস্থ হয়ে পড়েছে। এর পর নাবালিকার সঙ্গে তার মা ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন ছিল সুইটড অফ। এর কিছুক্ষণ পর নাবালিকাকে সংজ্ঞাহীন অবস্থায় বাড়িতে নিয়ে আসে ২ বন্ধু। এর পর নাবালিকাকে শিলিগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।নিহতের পরিবারের দাবি, নাবালিকাকে নির্যাতন করে খুন করেছে তার বন্ধু। নাবালিকার গলায় ফাঁসের দাগ রয়েছে বলে দাবি তাঁদের।ওদিকে সূত্রের খবর, বিরিয়ানি খাওয়ার নাম করে এক বন্ধুর সঙ্গে শিলিগুড়ির উত্তরকন্যার কাছে যায় ওই নাবালিকা। সেখানে জঙ্গলের মধ্যে মদ্যপান করছিল তারা। তখন কোনও কারণে অসুস্থ হয়ে পড়ে সে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। কী ভাবে নাবালিকার মৃত্যু হল জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। যে ২ যুবক নাবালিকাকে বাড়িতে এনেছিল তাদের আটক করেছে পুলিশ।