রামনবমীর মিছিলকে এগিয়ে দিচ্ছেন মুসলিমরা। সম্প্রতি এই নজির দেখেছিল এই বাংলাই। আর হনুমান জয়ন্তীতে দেখা গেল কোচবিহারের পুন্ডিবাড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে পুষ্পবৃষ্টি করলেন অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা। সম্প্রীতির এক অনন্য় নজির তৈরি করল কোচবিহার।রাজার শহর কোচবিহার। সেই কোচবিহার শহর সংলগ্ন পুন্ডিবাড়ি। সেখানেই বেরিয়েছিল হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মিছিল। সেখানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই দেখা গেল সম্প্রীতির নজির। তবে কোচবিহারে সেই রাজ আমল থেকেই এই সম্প্রীতির ছবি দেখা গিয়েছে। শনিবার হনুমান জয়ন্তীর মিছিলেও দেখা গেল সেই সম্প্রীতির ছবি।সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এদিন সেই হনুমান জয়ন্তীর মিছিলে পুষ্পবৃষ্টি করেন। সেই মিছিলে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। জলের বোতল দেওয়া হয় তাঁদের।এই জেলায় বার বারই দেখা গিয়েছে সম্প্রীতির নানা ছবি। এই জেলাতেই রাস মেলার আয়োজনেও দেখা যায় সম্প্রীতির ছবি। সেই ছবি ফিরে এল হনুমান জয়ন্তীতে।মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাস্তার ধারে থেকে মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জলের বোতল তুলে দেন। রাস্তায় ধারে দাঁড়িয়ে ফুল ছুঁড়ে অভ্য়র্থনা জানান মিছিলে অংশগ্রহণকারীদের। মিছিলে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁরাও অত্যন্ত খুশি এই ঘটনায়।