বাংলার দুটি জেলার দু’রকম ছবি ধরা পড়েছে। হিংসা, আতঙ্ক, ঘরছাড়া, ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ, ধুলিয়ান, সূতি–সহ কয়েকটি এলাকায় এই অশান্তির ছবি ধরা পড়েছিল। এখন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে সমস্ত এলাকা। আর ঠিক তার বিপরীতে অন্য ছবি উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ডায়মন্ডহারবার জেলা পুলিশের ভূ্য়সী প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দারুণ কাজ করছে ডায়মন্ডহারবার জেলা পুলিশ বলে এক্স হ্যান্ডেলে প্রশংসা করেছেন।
আরও পড়ুন: দিঘায় জগন্নাথধাম হলেও ‘খাজা’ মিলবে না, বিকল্প বাংলার মিষ্টির কথা জানালেন মমতা
এই দুই দিকের এমন বিপরীত ছবি উঠে আসায় এখন সরগরম রাজ্য–রাজনীতি। নয়া ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা। এই নয়া আইনের প্রতিবাদে অন্য জেলাতেও চড়েছে পারদ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ানে দুজনের মৃত্যু ছাড়াও বাড়িঘর, দোকানপাঠ, বাজারহাট পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘরছাড়া বহু পরিবার। জ্বলেছে পুলিশের গাড়ি। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্বয়ং ডিজি রাজীব কুমার এবং কেন্দ্রীয় বাহিনী হাজির হয়। বিএসএফ এবং রাজ্য পুলিশের যৌথ প্রচেষ্টায় এখন সেখানে শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। তবে এই ঘটনার পিছনে বিজেপির মদত ও ষড়যন্ত্র আছে বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক তার বিপরীতেই ব্যতিক্রম ছবি দেখা গেল ডায়মন্ডহারবার এলাকায়। সেখানকার পুলিশ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে। এই কথা জানিয়ে রীতিমতো ডায়মন্ডহারবার জেলা পুলিশের প্রশংসা করলেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘এলাকাজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশ। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই। জেলা প্রশাসনের প্রতি আস্থা রাখার জন্য ডায়মন্ড হারবারের সকল সম্প্রদায়ের মানুষকেও আমি ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন: ‘হিন্দুদের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে বিজেপি ক্যাডাররাই’, ভিডিয়ো দিয়ে তোপ গোখলের
রাজ্য পুলিশকে যখন বিরোধীরা তুলোধনা করছেন তখন এমন দরাজ সার্টিফিকেট বেশ তাৎপর্যপূর্ণ। এক্স হ্যান্ডেলে ওই কথা লেখার সঙ্গে একটি ভিডিয়ো জুড়ে দিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ। তাতে দেখা যাচ্ছে, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে। স্থানীয় বিক্ষোভকারীদের পুলিশ সুপার বলছেন, ‘আপনার প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু কেউ যদি কোনও সরকারি সম্পত্তির ক্ষতি করে তাহলে আমি আপনাকে খাকি পোশাকের শক্তি দেখাব।’ তারপরই দেখা গিয়েছে, সেখানে বিক্ষোভকারীরা জড়ো হলেও আইন লঙ্ঘন করেননি। যদিও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘বিএসএফ পুলিশ পাশাপাশি রাখলে পুলিশ সব থেকে বেশি দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম। ওরা প্রশিক্ষণপ্রাপ্ত।’