দেশে অভিবাসন কমাতে চায় অস্ট্রেলিয়া। তাই এবার সরাসরি স্টুডেন্ট ভিসা নিয়মেই বদল এনেছে অ্যান্টনি আলবানিজ সরকার। ১ জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন এই নিয়ম, যা সরাসরি ভারতীয় শিক্ষার্থীদের প্রভাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফি বাবদ আগে ৭১০ অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ৩৮,৯৭৩ টাকা নেওয়া হত। কিন্তু এবার বাড়ানো হয়েছে টাকার অঙ্ক। এখন থেকে ১৬০০ ডলার অর্থাৎ ৮৯,১২৭ টাকা করে দিতে হবে বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীদের।
হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী
বর্তমানে, অস্ট্রেলিয়ায় অভিবাসীর সংখ্যা রেকর্ড সংখ্যক ছাড়িয়ে গিয়েছে, যার কারণে দেশের আবাসন বাজারে ব্যাপক চাপ বেড়েছে। মার্চ মাসে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস দ্বারা প্রকাশিত অফিসিয়াল তথ্যে দেখা গিয়েছে যে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সাল নাগাদ অস্ট্রেলিয়ায় ৫ লক্ষ ৪৮ হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসী ছিলেন। আর ২০২২ সালে এক লক্ষেরও বেশি ভারতীয় ছাত্র অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন। ২০২৩ সালের জানুয়ারী-সেপ্টেম্বর মাসের মধ্যে এই সংখ্যা ছিল ১.২২ লক্ষ। সবটা সামলে নিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সরকারকে।
তাই এবার আন্তর্জাতিক ছাত্রদের ফি বাড়িয়ে, দেশটিতে অভিবাসীদের আসা বন্ধ করতে উঠে পড়ে লেগেছে সরকার। এদিন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও সাইবার নিরাপত্তা মন্ত্রী ক্লেয়ার ও'নিল সিদ্ধান্তগুলি সম্পর্কে বলেছেন, কার্যকর হওয়া পরিবর্তনগুলি দেশের আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় বড় অবদান রাখবে। দেশে এমনই একটি অভিবাসন ব্যবস্থা তৈরি হবে, যা অস্ট্রেলিয়ার জন্য আদতে ন্যায্য। বলা বাহুল্য, ফি বৃদ্ধির পর অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার আবেদন পূরণ করা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে।
এমনকি, স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় সঞ্চয়ের পরিমাণও বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। প্রয়োজনীয় ন্যূনতম সঞ্চয় ২৪,৫০৫ অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ১৩,৬৪,৮২৯ টাকা থেকে বাড়িয়ে ২৯৭১০ অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ১৬,৫৪,৬০৫ টাকা করেছে।
আরও পড়ুন: (IBPS Clerk Recruitment 2024: IBPS ক্লার্কের আবেদন শুরু হল আজ, কতদিন চলবে? পরীক্ষার সূচি, প্যাটার্ন দেখে নিন)
কতটা চাপে পড়তে পারেন ভারতীয় পড়ুয়ারা
বিপুল সংখ্যক ভারতীয় ছাত্র অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। এছাড়া অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসা, ভিজিটর ভিসা এবং সী ক্রু ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে, আর স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না অভিবাসীরা। এছাড়াও, অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসায় অস্ট্রেলিয়ায় বসবাসকারী শিক্ষার্থীদের জন্য চাকরি খোঁজা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কারণে, তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব, যদি পেশাদার ভিসা না পেতে পারেন, তাহলে অস্ট্রেলিয়াই ছাড়তে হবে। সরকারের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব যে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ভারতীয় শিক্ষার্থীদের উপর পড়বে, তা কিন্তু নয়। অনেক অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক ভারতীয় পড়ুয়াদের জন্যও এটি চিন্তার বিষয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ছাত্রদের ৩০ শতাংশ, নিজেদের ভিসা কমপক্ষে দু'বার রিনিউ করিয়েছেন।
কোন দেশে এখন স্টুডেন্ট ভিসার মূল্য কত
- মার্কিন যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার মূল্য ১৮৫ মার্কিন ডলার অর্থাৎ ১৫,৪৩৭ টাকা।
- কানাডায় ভিসার দাম ১৫০ কানাডিয়ান ডলার অর্থাৎ ৯.১৪৪ টাকা।