নিট ইউজি পরীক্ষা ফের একবার পুরনো ঘরানাতে ফিরে গেল। ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষা কোভিডের আগের সময়ের পরীক্ষার প্যাটার্নেই হতে চলেছে। ২০২৫ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা নিট ইউজি পরীক্ষা দেবেন, তাঁদের জন্য এই নতুন ফরম্যাট লাগু হচ্ছে। কোভিডের সময় এই পরীক্ষায় সংযুক্ত করা হয়েছিল সেকশন-Bতে একটি ‘অপশনাল প্রশ্ন’র অংশ ও বাড়তি সময়। তবে এবার থেকে তা আর পাবেন না পরীক্ষার্থীরা।
চার বছর পর ফের কোভিডের আগের সময়ের নিট ইউজি পরীক্ষার ফরম্যাটে ফিরছে এই পরীক্ষা। ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষার জন্য ১৮০ টি আবশ্যিক প্রশ্ন থাকবে। তাতে পদার্থবিদ্যা ও রসায়নে যথাক্রমে প্রত্যেকটিতে ৪৫ নম্বর থাকছে ও বায়োলজিতে নম্বর ধার্য রয়েছে ৯০। প্রত্যেক পরীক্ষার্থী ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা সময় পাবেন এই পরীক্ষা শেষ করতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়েছে,' সমস্ত NEET (UG), ২০২৫ প্রার্থীদের এতদ্বারা জানানো হচ্ছে যে প্রশ্নপত্রের প্যাটার্ন এবং পরীক্ষার সময়কাল প্রাক-কোভিড বিন্যাসে ফিরে আসবে যেখানে এই বছরের জন্য কোন বিভাগ B থাকবে না।' খুব শিগগিরই নিট ইউজির আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে, পরীক্ষার জন্য, APAAR ID আর দরকার লাগবে না রেজিস্ট্রেশনের জন্য। খুব শিগগিরই রেজিস্ট্রেশন সম্পর্কে এনটিএ বিস্তারিত জানাবে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, এই পরীক্ষায় সমস্ত পরীক্ষার্থীদের জন্য এনটিএ পেন ও পেপারে পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আর তা একটিই শিফ্টে হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত এনটিএর তরফে এবারের পরীক্ষায় গাইডলাইন প্রকাশ করা বাকি রয়েছে।
( Budh Gochar Lucky Zodiac Signs: মেষ, বৃষ সহ একগুচ্ছ রাশির ভালো সময় শুরু হয়ে গিয়েছে! কৃপা করছেন স্বয়ং বুধ, লাকি কারা?)
(Six Planets Alignment Astrology: আজ রাতে মঙ্গল, শনি সহ ৬ গ্রহ বিরলভাবে একসঙ্গে! লাকি রাশি কারা? জ্যোতিষমতে ভাগ্যফল রইল )
( R Day Guest:পিচ-প্রস্তুতি? সুবিয়ান্তোর ভারত সফরের আগে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়ার এক বাঙালি শিল্পপতির সঙ্গে মোদীর বৈঠক:Report)
সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির ২০২৪ সালের পরীক্ষা নিয়ে বিস্তর বিতর্ক দানা বেঁধেছিল। ৫ মের নিট-ইউজি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ ওঠে। শেষমেশ সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষমেশ২০২৪ সালের নিট ইউজি পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট।