আগামী ৪ মে হবে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG)। শুক্রবার সন্ধ্যায় নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে যে আজ থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ মার্চ পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। যা প্রার্থী সংখ্যার নিরিখে দেশের বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা। প্রতি বছর মেডিক্যাল কলেজের স্নাতক স্তরে ভরতির জন্য সেই প্রবেশিকা পরীক্ষা দেন দেশের বিভিন্ন প্রান্তের লাখ-লাখ প্রার্থী। ২০২৪ সালে তো রেকর্ড ২৪ লাখ প্রার্থী নিট পরীক্ষা দিয়েছিলেন। আপাতত দেশে এমবিএসএস কোর্সে মোট আসনের সংখ্যা হল ১,০৮,০০০। তার মধ্যে সরকারি হাসপাতালে প্রায় ৫৬,০০০ আসন আছে। আর বাকি ৫২,০০০-র মতো আছে বেসরকারি মেডিক্যাল কলেজে।
NEET-UG পরীক্ষার আবেদনের জন্য কত টাকা লাগবে?
১) জেনারেল প্রার্থী: ১,৭০০ টাকা।
২) জেনারেল (আর্থিকভাবে দুর্বল) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী (ওবিসি-নন ক্রিমি লেয়ার): ১,৬০০ টাকা।
৩) তফসিলি জাতি, তফসিলি উপজাতি প্রার্থী: ১,০০০ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: যে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র ভারতে পড়বে, তাঁদের আবেদন ফি হিসেবে ওই পরিমাণ টাকা দিতে হবে। ভারতের বাইরে হলে সব প্রার্থীরই আবেদন ফি হবে ৯,৫০০ টাকা। সেই আবেদন ফি'র পাশাপাশি সব প্রার্থীকেই জিএসটি এবং প্রসেসিং চার্জ দিতে হবে।
NEET-UG পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
১) ২০২৫ সালের ৪ মে নিট পরীক্ষা হবে।
২) দুপুর ২ টো থেকে পরীক্ষা শুরু হবে। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। অর্থাৎ ৩ ঘণ্টা হবে পরীক্ষা।
৩) মোট ১৩টি ভাষায় পরীক্ষা হবে - বাংলা, অসমিয়া, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, হিন্দি, তামিল, তেলুগু এবং উর্দু।
৪) পরীক্ষাকেন্দ্রের শহর ঘোষণা; ২৬ এপ্রিল।
৫) অ্যাডমিট কার্ড ডাউনলোড: ১ মে।
৬) রেজাল্টের সম্ভাব্য দিনক্ষণ: ২০২৫ সালের ১৪ জুনের মধ্যে।
কীভাবে NEET-UG পরীক্ষার জন্য আবেদন করতে হবে?
১) প্রার্থীদের ওয়েবসাইটে যেতে হবে।
২) হোমপেজে থাকা 'Registration for NEET(UG)-2025 is LIVE!'-তে ক্লিক করতে হবে।
৩) নতুন পেজ খুলে যাবে। সেখানে 'NEET(UG)-2025 Registration and Online Application' আছে। তাতে ক্লিক করতে হবে।