আইপিএল ২০২৫-এর মাঝেই চাঞ্চাল্যকর খবর। গ্রেফতার হলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার, এমনটাই খবর একাধিক সংবাদমাধ্যমের। তুচ্ছ কোনও কারণে নয়, বরং গুরুতর অভিযোগে রাজস্থান পুলিশের হাতে আটক হলেন শিবালিক শর্মা। বরোদার ২৬ বছরের বাঁ-হাতি ব্যাটার একদা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছিলেন। যদিও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি।
ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে শিবালিকের বিরুদ্ধে। যোধপুরের কুড়ি ভগতসানি থানায় শিবালিকের নামে অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ আটক করে তারকা ক্রিকেটারকে। আপাতত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।
শিবালিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে, ২০২৩ সালে বরোদার ক্রিকেটারের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। সম্পর্ক গভীর হলে শিবালিক নাকি তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং দু'জনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।
আরও পড়ুন:- কতদিন IPL খেলবেন, ইডেনে অভাবনীয় রেকর্ড গড়া রাসেলের পরিকল্পনা ফাঁস করলেন বরুণ
তবে ২০২৪ সালের অগস্টে শিবালিক তাঁকে বরোদায় ডেকে পাঠান এবং সেখানে তারকা ক্রিকেটারের পরিবারের তরফে তাঁকে জানানো হয় যে, শিবালিকের অন্যত্র বিয়ের ব্যবস্থা করা হয়েছে। শেষমেশ শিবালিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন নির্যাতিতা।
কে এই শিবালিক শর্মা
২৬ বছরের শিবালিক শর্মা বরোদার ঘরোয়া ক্রিকেটার। মূলত বাঁ-হাতি ব্যাটার। তবে পার্টটাইম স্পিন বোলিংও করে থাকেন। ২০১৮ সালে ছত্তিশগড়ের বিরুদ্ধে বরোদার হয়ে রঞ্জি অভিষেক হয় তাঁর। তিনি এখনও পর্যন্ত মোট ১৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমেছেন। ২৭টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন সাকুল্যে ১০৮৭ রান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৩টি শতরান ও ৫টি অর্ধশতরান রয়েছে শিবালিকের। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮৮ রানের। তিনি শেষবার বরোদার হয়ে ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নামেন চলতি বছরের শুরুতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে।
আরও পড়ুন:- হাতে ব্যান্ডেজ, চোট পেয়ে ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েও ইডেনে অবিশ্বাস্য ক্যাচ রাহানের- ভিডিয়ো
এছাড়া শিবালিক ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত বরোদার হয়ে মোট ১৩টি লিস্ট-এ ম্যাচে মাঠে নামেন। ১২টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৩২২ রান। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৬ রানের।
২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত বরোদার হয়ে মোট ১৯টি টি-২০ ম্যাচে মাঠে নামেন শিবালিক। ১৭টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন ৩৪৯ রান। হাফ-সেঞ্চুরি করেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৪ রানের। গত বছর ডিসেম্বরে সিকিমের বিরিদ্ধ সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের যে ম্যাচে ৫ উইকেটে ৩৪৯ রানের বিরাট ইনিংস গড়ে তোলে বরোদা, সেই ম্যাচে ১৭ বলে ৫৫ রান করেন শিবালিক। মুম্বই ইন্ডিয়ান্স ২০২৪ সালে তাঁকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নেয়, যদিও একটিও ম্যাচে মাঠে নামায়নি।