আইপিএল ২০২৫-এর ৩৯তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হবে গুজরাট টাইটান্স (GT)। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, সোমবার, ২১ এপ্রিল এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচের আগে চিন্তায় রয়েছে নাইট শিবির। আসলে ম্য়াচের আগের দিন হঠাৎ করেই রিঙ্কু সিং ও বেঙ্কটেশ আইয়ারের চোটের খবর উড়তে থাকে। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কারণ দলের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানান হয়নি।
এই ম্যাচে নামার আগে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হতাশাজনক হারের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা ভালো অবস্থানে থাকলেও (৬২/২), হঠাৎ করেই ব্যাটিং ধসে পড়ে এবং ৯৫ রানে অলআউট হয়ে যায়। যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মার্কো জানসেনের দুর্দান্ত স্পেল এই পতনের মূল কারণ ছিল। কলকাতার ব্যাটিং লাইনআপ চাপের মুখে আবারও দুর্বলতা দেখিয়েছে। তবে বোলিং বিভাগে কলকাতা নাইট রাইডার্স ভালো ফর্মে রয়েছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও হর্ষিত রানারা ভালোই করছেন বিশেষ করে মাঝের ওভার গুলোতে ভালো পারফর্ম করেছেন। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন KKR বর্তমানে ৭ ম্যাচে ৩টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
অন্যদিকে, গুজরাট টাইটান্স দুর্দান্ত একটি মরশুম উপভোগ করছে, যার মূল কারণ তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০৪ রানের বিশাল লক্ষ্য সফলভাবে তাড়া করে জয় পেয়েছে গুজরাট। জোস বাটলার ছিলেন ম্যাচের নায়ক, ৫১ বলে অপরাজিত ৯৭ রান করে ইনিংসটি দক্ষভাবে পরিচালনা করেন। পাশাপাশি সাই সুদর্শন ও শেরফান রাদারফোর্ড ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ইনিংস স্থিতিশীল করতে, এবং রাহুল তেওটিয়া তাঁর চিরচেনা স্টাইলে ম্যাচ শেষ করেন। বোলিং বিভাগে প্রসিদ্ধ কৃষ্ণা ও সাই কিশোর গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আটকাতে অসাধারণ ভূমিকা পালন করছেন।
আরও পড়ুন … ১৭৭ রানের লক্ষ্য আমাদের জন্য খুব কম ছিল: CSK-কে হারিয়ে রোহিত-সূর্যের প্রশংসায় বুঁদ MI ক্যাপ্টেন হার্দিক
এই ম্যাচে দুই দল যখন মুখোমুখি হতে চলেছে, তখন KKR নিজেদের মাঠে ফিরে জয় পেতে মরিয়া থাকবে, আর GT চাইবে নিজেদের জয়রথ অব্যাহত রেখে পয়েন্ট তালিকায় আরও ওপরে উঠতে। তবে এই ম্যাচের জন্য নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠেনামতে চাইবে দুই দল। চলুন দেখে নেওয়াক দুই দলের সম্ভাব্য একাদশ।
KKR vs GT দুই দলের সম্ভাব্য একাদশ:
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-
সুনীল নারিন, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ-
শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জোস বাটলার (উইকেটকিপার), শাহরুখ খান, রোমারিও শেফার্ড, রাহুল তেওটিয়া, আরশাদ খান, রশিদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, আর. সাই কিশোর, মহম্মদ সিরাজ।
আরও পড়ুন … দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো?
KKR vs GT: মুখোমুখি পরিসংখ্যান-
এই দুই দল এখন পর্যন্ত আইপিএলে চারটি ম্যাচ খেলেছে। গুজরাট টাইটান্স জিতেছে দুটি ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স জিতেছে একটি, এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
KKR vs GT: আবহাওয়ার রিপোর্ট
রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সোমবারও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলায় তাপমাত্রা থাকবে প্রায় ৩০° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা থাকবে প্রায় ৭৪ শতাংশ।
আরও পড়ুন … ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা
KKR vs GT: পিচ রিপোর্ট
ইডেন গার্ডেন্সের পিচ মোটামুটি সমান প্রকৃতির। বোলারদের জন্য কিছুটা সুইং এবং স্পিন পাওয়া যেতে পারে। তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিং করার জন্য পরিস্থিতি ভালো হয়ে উঠবে। এটি একটি ভালো স্কোরিং ভেন্যু এবং ছক্কা হাঁকানোর জন্য উপযুক্ত মাঠ।