কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে চলতি মরশুমে ধারাবাহিকভাবে ব্যর্থ ওপেনারদের সমালোচনা করেছেন, কারণ তার দল ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরেকটি পরাজয়ের মুখে পড়েছে। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কেকেআর শুরুটাই ভালো করে করতে পারেনি। রাহানে ছাড়া অন্য কোনও ব্যাটার টাইটান্স বোলারদের সামনে তেমন কোনও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেননি, এবং অতিথিরা সহজেই ৩৯ রানে ম্যাচটি জিতে নেয়।
রহমানউল্লাহ গুরবাজ (১) এবং সুনীল নারিন (১৭) পাওয়ারপ্লের মধ্যেই ফিরে যান, ফলে রাহানের উপর চাপ বাড়ে। তিনি আবারও লড়াকু হাফ-সেঞ্চুরি (৩৬ বলে) করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এই ম্যাচে কেকেআর ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন এনে গুরবাজকে খেলিয়ে কুইন্টন ডি'কককে বিশ্রাম দেওয়া হয়, কিন্তু সেই সিদ্ধান্ত সফল হয়নি।
অজিঙ্কা রাহানে ম্যাচ শেষে ব্রডকাস্টারদের বলেন, ‘আমি মনে করি ১৯৯ রান এই উইকেটে তাড়া করা সম্ভব ছিল। আমরা বল হাতে খুব ভালোভাবে ফিরে এসেছিলাম ম্যাচে। কিন্তু ১৯৯ রান তাড়া করতে গেলে ভালো একটা ওপেনিং দরকার হয়, যা এই টুর্নামেন্ট জুড়েই আমাদের সমস্যা। আমরা বল হাতে ভালো করেছি, কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি।’
আরও পড়ুন … নিলামে এত টাকা নিয়ে গিয়ে কী করল CSK? IPL 2025-এ ধোনিদের ভুলটা ধরালেন রায়না-হরভজন
মিডল-অর্ডারও গুজরাটের স্পিন আক্রমণের সামনে টিকতে পারেনি কেকেআর-এর ব্যাটিং। বেঙ্কটেশ আইয়ার (১৪), আন্দ্রে রাসেল (২১) এবং রিঙ্কু সিং (১৭) কেউই ইনিংস গড়ে তুলতে পারেননি। রাহানে অকপটে স্বীকার করেছেন, এই মরশুমে কেকেআরের ব্যাটিং ইউনিটই তাদের পিছিয়ে দিচ্ছে, কারণ বোলাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন।
অজিঙ্কা রাহানে বলেন, ‘আমরা এই কন্ডিশনগুলো খুব ভালো করে জানি। আমাদের ঠিকভাবে ব্যাট করতে হবে, বিশেষ করে মিডল ওভারগুলোয়। বড় রান তাড়া করতে গেলে ভালো শুরু দরকার, সেটাই আমরা পাচ্ছি না। আমরা ব্যাটিং ইউনিট হিসেবে উন্নতি করতে চাই, বোলারদের নিয়ে কোনও অভিযোগ নেই। ওরা ধারাবাহিকভাবে ভালো করছে।’
আরও পড়ুন … সঞ্জু-শ্রেয়সকে পিছনে ফেললেন পন্ত! কী করে সূর্যের আগে হার্দিক? BCCI Annual Player Contracts নিয়ে বিতর্ক
রাহানে আরও বলেন যে, ফিল্ডিংয়ে কেকেআর কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছে, যার ফলে টাইটান্স ব্যাটাররা বড় স্কোর করতে পেরেছে। রাহানে বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, ফিল্ডিং এমন একটি দিক যা আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি। আপনি যদি ১০-১৫ রান বাঁচাতে পারেন ফিল্ডিংয়ে, সেটা দলের জন্য অনেক বড় ব্যাপার। এটা সবসময় মানসিকতা এবং ইচ্ছার বিষয় — ২০ ওভার জুড়ে মনোযোগ ধরে রাখতে হবে।’
আরও পড়ুন … অভিষেক নায়ারের ফেরায় কি বদলাবে KKR-এর ব্যর্থতার ছবি? GT-র বিরুদ্ধে নামার আগে বড় ইঙ্গিত
মিডল-অর্ডার ব্যাটারদের পাশে দাঁড়িয়ে রাহানে বলেন, ‘আমি ওদের পুরোপুরি সমর্থন করি।’ সমালোচনার মধ্যেও রাহানে তার ব্যাটিং ইউনিটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, ওদের মান আছে এবং সময়মতো ওরা ফিরেও আসবে।
শেষে রাহানে বলেন, ‘যদি আমরা ভালো না করি, তবুও যদি ১% উন্নতিও করতে পারি, সেটা দলের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাটিং ইউনিট হিসেবে সাহসী হতে হবে, সুযোগ নিতে হবে এবং পজিটিভ মানসিকতা রাখতে হবে। যদি আউট হওয়ার কথা ভাবো, তবে আউটই হবে। যদি রান করার কথা ভাবো, তাহলে রানই হবে। আমি নিশ্চিত, আমাদের ব্যাটাররাও এই মানসিকতা নিয়েই ভাবছে। এটা সময়ের ব্যাপার, আমাদের মিডল-অর্ডারে মানসম্পন্ন ব্যাটার আছে এবং আমি ওদের পুরোপুরি সমর্থন করি।’