মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তাঁর স্ত্রী উষা ভান্সের চার দিনের ভারত সফর অন্ধ্রপ্রদেশের জন্য যেন কিছু অন্যরকম। কারণঠাকুমার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষার পৈতৃক বাড়ি অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে। বর্তমানে উষার ওই বাড়ির বাসিন্দা তাঁর ঠাকুমা সানথামা। সম্প্রতি উষার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন ভারত সরকারের কয়েকজন রাজস্ব আধিকারিক। অধ্যাপিকা সানথামা অবশ্য জানতেন না তাঁর জামাই ও মেয়ে ভারত সফরে আসছেন। তাই হঠাৎ রাজস্ব আধিকারিকদের উপস্থিতিতে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, উষার ঠাকুমাকে বেশ কিছু প্রশ্ন করেন ওই আধিকারিকরা।
আরও পড়ুন - Refrigerator Tips: সারাদিন ফ্রিজ চালিয়ে রেখেছেন? দিনে কবার কতক্ষণ চালু রাখলে বিল বাঁচে জেনে নিন
কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে?
বর্তমানে উষার ঠাকুমা সানথামার বয়স ৯৬ বছর। প্রবীণ অধ্যাপিকার বাড়ি গিয়ে রাজস্ব আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন। কিন্তু কী জিজ্ঞেস করেছিলেন? সংবাদমাধ্যম সূত্রের খবর, ‘উষা ভান্সের সঙ্গে আপনার কী সম্পর্ক? আপনি কি কখনও তার সঙ্গে দেখা করেছেন?’ ইত্যাদি প্রশ্ন তাঁকে করা হয়। এছাড়াও জিজ্ঞেস করা হয়, জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর থেকে, তাঁকে বা তাঁর কোনও আত্মীয়কে কি উষার সফরের বিষয়ে জানানো হয়েছে কি না।
পদার্থবিদ্যার অধ্যাপিকা উষার ঠাকুমা
সংবাদমাধ্যম সূত্রের খবর, ভারতে থাকাকালীন উষার ভ্রমণ পরিকল্পনায় শেষ মুহূর্তে কোনও পরিবর্তন হতে পারে কি না তা জানতেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। উষার ঠাকুমা অবশ্য সংবাদমাধ্যমকে জানান, সম্প্রতি, কিছু আত্মীয় তাঁকে বলেছিলেন যে উষা তাঁর বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। তিনি যে পদার্থবিদ্যার পড়েন এবং বিজিয়ানগরমের সেঞ্চুরিয়ান বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন, তা নাকি উষার বেশ পছন্দ।
আরও পড়ুন - Crow Hold Grudges: হুশ হুশ করে কাক তাড়ান? ওদের এই ‘গুণের’ কথা জানলে তাড়ানোর আগে দশবার ভাববেন
সমর্থ শরীরে ক্লাস নিতে যান
বয়স একশোর দোরগোড়ায় হলেও উষার ঠাকুমা এখনও সমর্থ শরীরে ক্লাস নিতে যান তাঁর বিশ্ববিদ্যালয়ে। সংবাদমাধ্যমে প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি খুব গর্বিত যে তাঁর নাতনি এখন এত বড় স্থানে রয়েছে। উষা তাঁর সঙ্গে বিশাখাপত্তনমে দেখা করতে আসবেন, এই ব্যাপারেও তিনি আশাবাদী। সানথামার কথায়, এত বয়সেই তিনি পড়ান বলে উষা তাঁকে প্রশংসা করেছেন রীতিমতো।