কদিন আগেই স্লট ঘোষণা হয়ে গিয়েছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের। প্রথম প্রোমো থেকেই স্পষ্ট ছিল, একটি প্রাণোচ্ছ্বল মেয়ে ও এক পরিণত মনষ্ক-বিত্তবান পুরুষের প্রেম দেখানো হবে ধারাবাহিকে। তবে এবার ধারাবাহিক সম্প্রচারের আগে এল নতুন আরেকটি প্রোমো।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, ভিড়ে ভরা এক বাজারে সাদা দামিগাড় থেকে নামছেন জিতু। গায়ে স্যুট-বুট। আর এরপর দিতিপ্রিয়া বাজার করা শেখায় জিতুকে। তাঁকে বলতে শোনা যায়, ‘লেসন নম্বর ২১, যেভাবে আপনার শেয়ার মার্কেট চলে টাকায়, যেভাবে আমাদের বাজার চলে কথায়।’ এরপর ৫০০ গ্রাম পটল কেনে। দোকানি ১০০ টাকা দম বলতেই, ভুরু কুঁচকে যায় দিতিপ্রিয়ার। দরদাম করে দাম নামিয়ে আনে ৮০ টাকায়। ফিসফিস করে জিতুকে বলে, ‘আপনাকে কোট প্যান্ট পরা দেখেছে বলে, দাম বাড়িয়ে দিয়েছে।’
আরও পড়ুন: আছে দেব-শুভশ্রীর লিপলক! কবে আসবে ধূমকেতু, অভিনেতার সঙ্গে সাক্ষাতের পর জানালেন প্রযোজক রাণা সরকার
এরপর জিতু দিতিপ্রিয়ার দিকে তাকিয়ে বলে, ‘২০ টাকার জন্য দরাদরি করছ অপু?’ অর্থাৎ, দিতিপ্রিয়ার চরিত্রের নাম অপু। আর জিতুর মুখে এমন কথা শুনে দিতিপ্রিয়া বলে ওঠে, ‘দরাদরি করলে তরকারির স্বাদ বাড়ে মশাই।’ এতে জিতুর জবাব, ‘কিন্তু আমি যে জানতাম, তরকারির স্বাদ বাড়ে রাধুনির গুণে’। এবার জবাব আসে, ‘আপনার অনেক কিছুই জানা বাকি মশাই। তবে চিন্তা নেই। বিয়ের পর, আমি স কিছুই শিখিয়ে দেব।’
আরও পড়ুন: কদিন আগেই শোনা যায় করবেন বিয়ে! তারই মাঝে এল বিজয়-তামান্নার বিচ্ছদের খবর
আর ঠিক তখনই বাজারের একটি ছেলের সঙ্গে ধাক্কা খায় জিতু। ছেলেটিও সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বলে, ‘সরি আঙ্কেল, সরি দিদি’। শুনেই মুখটা শুকিয়ে যায় জিতুর। কিন্তু সামলে নেয় দিতিপ্রিয়া। আগলে ধরে জিতুর হাত। মুখে একটা চওড়া হাসি। তাতেই যেন বয়স নিয়ে তৈরি হওয়া সব বাধা মিটে যায় নিমেষে।
আরও পড়ুন: নাচছেন শ্রীলীলা, ভিডিয়ো করছেন কার্তিক, প্রেমচর্চার মাঝেই ভাইরাল ভিডিয়ো! কে এই সুন্দরী?
চিরদিনই তুমি যে আমার-এর কাস্ট ঘোষণার সময় নেটপাড়ায় অনেকেই হাসাহাসি করেছিল জতু ও দিতিপ্রয়ার বয়সের পার্থক্য নিয়ে। বাস্তবে দুজনের বয়সের ফারাক ১৫ বছরের। জিতু এখন ৩৭, আর দিতিপ্রিয়ার ২২। ধারাবাহিকেও দেখানো হয়েছে সেটি। এটাই এই সিরিয়ালের ইউএসপি। দুই অসমবয়সের প্রেমকেই ফুটিয়ে তোলা হবে। নতুন প্রোমো শেয়ার করে জি বাংলার তরফে লেখা হয়েছে, ‘ভালোবাসা সত্যি হলে, বয়স কোনো বাধা হতে পারে কি? আসছে নতুন ধারাবাহিক’।
১০ মার্চ থেকে সন্ধে সাড়ে ৬টায় সম্প্রচার হবে তুমি যে আমার সিরিয়ালটি। যা দিয়ে বছর সাতেক পর, ছোট পর্দায় ফিরলেন জিতু। রাণী রাসমণি-র পর দ্বিতীয় কাজ এটি দিতিপ্রিয়ারও।