২৫ বছর আগে ‘কহো না পেয়ার হে’ সিনেমার হাত ধরে বলিউডে এন্ট্রি হয়েছিল হৃতিক রোশনের। বাবার হাত ধরেই শুরু হয়েছিল পথ চলা। গত ২৫ বছরে বহুবার একসঙ্গে কাজ করেছেন বাবা-ছেলে। কখনও ক্যামেরার সামনে কখনও আবার ক্যামেরার পেছনে। তবে এবার বিজ্ঞাপনের পর্দায় প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন তাঁরা।
সম্প্রতি একটি গাড়ির লুব্রিকেন্ট ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে উঠেছেন হৃতিক রোশন। গোটা ভিডিয়োটি দেখলে একবার হলেও নস্টালজিক হয়ে পড়বেন আপনিও। ভিডিয়োর শেষে রাকেশ রোশনের এন্ট্রি আরও বেশি করে মনে করাবে পুরানো সেই দিনের কথা।
আরও পড়ুন: 'সত্যজিৎ রায়ের সমকক্ষ...', মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে কটাক্ষ করলেন জিতু?
আরও পড়ুন: 'আরও বিনিয়োগ..', Waves summit 2025-এ বলিউডের উন্নতির জন্য কোন টিপস দিলেন আমির?
বিজ্ঞাপন প্রসঙ্গে
গাড়ির লুব্রিকেন্ট ব্যান্ডের যে বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, হৃতিক তাঁর গাড়িতে জ্বালানি ভর্তি করার সময় ‘কহো না পেয়ার হে’ গানের সুর মনে মনে গাইছিলেন, ঠিক তখনই এক বন্ধু তাঁকে জিজ্ঞাসা করে, ‘তুমি কি কখনও পিছনে ফিরে দেখেছো, তুমি কতদূর এসেছো?’ উত্তরে হৃতিক বলেন, ‘এখনও না।’
এরপর বন্ধুকে নিয়ে রোড ট্রিপে বেড়িয়ে পড়েন হৃতিক। রোড ট্রিপ শুরু হওয়ার আগে তাঁরা দুজনেই বলেন, ‘যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল..।’ এরপর পথের মনোরম দৃশ্য দেখতে দেখতে তাঁরা একটি অসাধারণ স্থানে এসে দাঁড়ান। গাড়ি থেকে নামতেই পিছনে ফের ‘কহো না পেয়ার হে’ সিনেমার গানের সুর শোনা যায়।
হৃতিক এবং তাঁর বন্ধু পিছনে ফিরতেই দেখা যায় রাকেশ রোশন এগিয়ে আসছেন তাঁদের দিকে। রাকেশ যখন ছেলেকে জিজ্ঞাসা করেন, ‘তোমার যাত্রা কেমন ছিল?’ উত্তরে হৃতিক উত্তরে বলেন, ‘অবিস্মরণীয়।’
এই বিজ্ঞাপনের ভিডিয়োটি নিজের টুইটারে হ্যান্ডেলে শেয়ার করেন রাকেশ রোশন। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশন লেখেন, ‘আমাদের প্রথম বিজ্ঞাপন, ছেলের সঙ্গে স্ক্রিন শেয়ার করা। একসঙ্গে স্মৃতি তৈরি করলাম আমরা।’ রাকেশ ও হৃতিককে একসঙ্গে পর্দায় দেখে ভীষণ খুশি হয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই মুখ থুবড়ে পড়লেন বরুণ, কান্ড দেখে হেসে খুন ম্রুণাল, মৌনীরা
এক ভক্ত লিখেছেন, ‘বহু বছর পর আপনাদের এক সঙ্গে দেখলাম’। অন্য একজন লিখেছেন, ‘বাবা ছেলের জুটি অসাধারণ।’ তৃতীয় একজন লিখেছেন, ‘এটা সত্যিই একটি বিশেষ মুহূর্ত। এমন স্মৃতি তৈরি করা অমূল্য।’ চতুর্থ জন লিখেছেন, ‘খুব সুন্দর একটা বিজ্ঞাপন দেখলাম।’