আজই ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবারই ঘটা করে বাগদান সারবেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। তার আগে সোমবার রাতে বাড়িতে একাই ছিলেন সুকান্ত। আর তখনই কেক নিয়ে সেখানে পৌঁছে যান তাঁর অভিনেতা বন্ধু সায়ক চক্রবর্তী, সঙ্গী হন অভিনেত্রী পল্লবী মুখোপাধ্যায়। 'মেরি জিন্দেগি সাবারি' গানটি গাইতে গাইতে সেখানে ঢোকেন তাঁরা। তবে সেখানে মিসিং ছিলেন সুকান্তর হবু বউ অনন্যা।
এরপর সুকান্তর ফ্ল্যাটে গিয়েই তিনজনে হাত ধরাধরি করে গান গাইতে দেখা যায় সুকান্ত-পল্লবী ও সায়ককে। এরপর হয় কেক কাটা। ‘Last moments Bachelor party’-ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করেছেন সায়ক চক্রবর্তী।
আরও পড়ুন-পা ছুঁয়ে প্রণাম নায়িকার, শ্রাবন্তীকে আদর করে ‘মেয়ে’ বললেন প্রসেনজিৎ, কী বললেন অভিনেত্রী?
আরও পড়ুন-নতুন প্রেমে পড়েছেন! সুনীতার সঙ্গে ৩৭ বছরের দাম্পত্য ভাঙছে গোবিন্দার?
আরও পড়ুন-বিয়ে নয় বাগদান-এর আগে ঘটা করে আইবুড়োভাত অনন্যা-সুকান্তর, কী ছিল মেনুতে?
এদিকে ২৫ ফেব্রুয়ারি বাগদানের আগে ২৪ ফেব্রুয়ারি ঘটা করে হয়েছে অনন্যা-সুকান্তর বাগদান। গোলপার্কের কাছে এক নামী রেস্তোরাঁয় সপরিবারে গিয়ে আইবুড়ো ভাত খেয়েছেেন অনন্য়া গুহ ও সুকান্ত কুণ্ডু। সেই সেলিব্রেশনেক একটি ভিডিয়ো ভ্লগ আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী অনন্যা ওরফে মুন্নি।
সবুজ রঙের শাড়ি ও স্লিভলেজ ব্লাউজ, মাথায় টোপর আর গলায় মালা পরে আই বুড়োভাত খেতে বসেন অনন্যা। আর হবু বউ-এর সঙ্গে রং মিলান্তি করে সবুজ রঙের পাঞ্জাবি পরেছিলেন সুকান্ত, তাঁর মাথাতেও বরের টোপর ও গলায় মালা। বাড়ির লোকজনের এমন কাণ্ড দেখে সুকান্তকে মজা করে বলেন ‘সেজে এসেছিলাম নরম্যাল মানুষ, এসে হয়ে গেলাম বর-বউ। ট্রায়াল হচ্ছে মনে হচ্ছে, যে আমাদের কেমন লাগতে পারে!’ অনন্য়া ও সুকান্তকে উলুধ্বনি দিয়ে বরণ করে নিতে দেখা যায় পরিবারের লোকজনকে। একে একে দুই পরিবারের সকলের বরণ শেষে হল কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া। যদিও সে আয়োজনে দেখা মেলেনি বন্ধু সায়কের। তবে ছিলেন তাঁর মা।
সুকান্ত-অনন্যার আইবুড়ো ভাতের মেনুটাও ছিল বেশ লম্বা। মেনুতে ছিল ভাত-পোলাও, ফিসফ্রাই, কড়াইশুঁটির কচুরি, ঝুরি আলুভাজা, ডাল, এঁচোড়, চিংড়ি, পাবদা, মটন, ইলিশ মাছ। এত খাবার দেখে সুকান্ত বলে ফেলেন, ‘এত কীভাবে খাব!’
প্রসঙ্গত, অনন্যা-সুকান্তের প্রেমের বয়স ৩ বছর। অনন্যা-সুকান্তের প্রেমে শিলমোহর দিয়েছে তাঁদের পরিবার। সুকান্তর কলকাতার ফ্ল্যাটে থাকা থেকে একসঙ্গে বেড়াতে যাওয়া, এমনকী, অনন্যার বাড়িতেও অবাধ যাতায়াত সুকান্তর। যদিও এর আগে অননন্যা নিজেই জানিয়েছিলেন, ‘এনগেজমেন্ট হলেও, বিয়েটা এখন হচ্ছে না!’ খুব সম্ভবত আগামী বছর তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে জানান।