ভিন্ন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছেন মেয়ে। কিন্তু, তা মেনে নিতে পারেননি বাবা। সেই হতাশা থেকে নোট লিখে নিজেকে গুলি করে শেষ করলেন বাবা। নোটে ওই ব্যক্তি মেয়েকে দায়ী করার পাশাপাশি আইন ব্যবস্থাকেও দায়ী করেছেন। ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। বুধবার রাতে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মৃতের নাম ঋষিরাজ ওরফে সঞ্জু জয়সওয়াল। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। তাঁরা যুবকের বাবাকে মারধর করেন বলে অভিযোগ। (আরও পড়ুন: ডিএ মামলা ঘিরে তৈরি রহস্য, মিলবে সুখবর নাকি কপাল পুড়বে বাংলার সরকারি কর্মীদের?)
আরও পড়ুন: কংগ্রেস নেতা আমার মৃত্যুর জন্য দায়ী! নোট লিখে ‘আত্মঘাতী’ হোয়াট্সঅ্য়াপ অ্যাডমিন
জানা গিয়েছে, ঋষিরাজ একটি মেডিক্যাল স্টোর মালিক। রাত ১টার দিকে তাঁর ঘর থেকে গুলির শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তাঁরা ঋষিরাজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর কোমরে গুলি লেগেছিল বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: 'গ্রেটার বাংলাদেশ...', ধুলিয়ানের গ্রামগুলির পানীয় জলে বিষ মেশানোর অভিযোগ)
আরও পড়ুন: বাংলাদেশ ভাগের কথা উঠতেই মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের? ওয়াকার বললেন…
প্রতিবেদন অনুযায়ী, ঋষিরাজের মেয়ে প্রায় ১৫ দিন আগে পাড়ার এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। পরে তাঁকে ইন্দোরে খুঁজে পান পরিবারের সদস্যরা। আদালতে হাজির করা হলে মেয়েটি ওই যুবককে স্বামী বলে দাবি করে তাঁর সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন।