ওয়াকফ ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয়। তবে সাম্প্রতিককালে অভিনেতার পাশাপাশি বিজয় হয়ে উঠেছেন রাজনীতিবিদ। টিভিকে নামক নিজের দল খুলেছেন। মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এরই সঙ্গে অবশ্য জড়িয়েছেন বিতর্কে। আবার সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন এই বিজয়। এহেন তারকার বিরুদ্ধে এবার ফতোয়া জারি করল সর্বভারতীয় মুসলিম জামাত। এই বিষয়ে মুখ খুলেছেন মৌলানা শাহাবুদ্দিন রজভি বরেইলভি। (আরও পড়ুন: 'বুড়ো হতে শুরু করলে…', মমতার ‘অশালীন মন্তব্যে’র নেপথ্যে 'মানসিক চাপ' তত্ত্ব)
আরও পড়ুন: ওয়াকফ হিংসায় খুন হরগোবিন্দ-চন্দনের পরিবার নেবেন না ক্ষতিপূরণ, মমতাকে বললেন...
বিজয়ের বিরুদ্ধে ফতোয়া জারি ইস্যুতে মৌলানা বলেন, 'তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং মুসলমানদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তবে, তিনি তাঁর সিনেমায় মুসলমানদের নেতিবাচকভাবে তুলে ধরেছেন... সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার জন্য মুসলিমদের দায়ী করেছেন নিজের সিনেমায়। তাঁর ইফতার পার্টিতে জুয়াড়ি এবং মদ্যপায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এই সবের কারণে, তামিলনাড়ুর সুন্নি মুসলমানরা তাঁর উপর ক্ষুব্ধ। তাঁরা ফতোয়া চেয়েছিল। তাই, আমার উত্তরে, আমি একটি ফতোয়া জারি করেছি যেখানে উল্লেখ করা হয়েছে যে মুসলমানদের বিজয়ের সাথে দাঁড়ানো উচিত নয়।' (আরও পড়ুন: চোখ খুলে ঘুমিয়ে পড়া বাংলাদেশের স্বপ্ন ভাঙবে এবার? বড় পরিকল্পনা ভারতের)
আরও পড়ুন: প্রকাশ্যে 'হিন্দু বিরোধী' ভাষণ পড়শি দেশের সেনা কর্তার, খসে পড়ল মুখোশ