Definition of Woman: নিজেকে ‘নারী’ ভাবলেই তিনি ‘Woman’, বলছে কেমব্রিজ অভিধান
Updated: 14 Dec 2022, 06:04 PM ISTকেমব্রিজ ডিকশনারির নতুন সংজ্ঞা অনুযায়ী, Woman হলেন এমন এক প্রাপ্তবয়স্ক, যিনি একজন নারী হিসাবে জীবনযাপন করেন ও 'পরিচয়' দেন। জন্মের সময় তাঁর ভিন্ন লিঙ্গ থাকলেও তিনি যে নিজেকে মহিলা হিসাবে পরিচয় দেন, সেটাই বড় কথা। ফলে এমন মানুষদের 'ওম্যান' বলা হবে।
জন্মগতভাবে লিঙ্গ নির্বিশেষেই কেউ 'Woman'(নারী) হতে পারেন। যিনি নিজেকে স্ত্রীলিঙ্গ(Female) বলে পরিচয় দেন, তিনিই ওম্যান। নারী-র নতুন সংজ্ঞা যোগ করল কেমব্রিজ ডিকশনারি। এর ফলে রূপান্তরিত, সমকামী পুরুষ, রূপান্তরকামীরা- যাঁরা নিজেদের মহিলা বলে মনে করেন, তাঁরাও অভিধানের হিসাবে Woman বলে বিবেচিত হবেন। ফাইল ছবি: পিটিআই
(PTI) পরবর্তী ফটো গ্যালারি