অতিথিদের জন্য খাবারের প্লেট প্রতি ১,০০০ টাকা খরচ পড়েছে। গাড়ির চালকদের জন্য খাবার ১২,৮৭০ টাকা পড়েছে। ক্যাব ভাড়া-সহ মোট খরচ ১.২২ লক্ষ টাকারও বেশি বিল হয়েছে। হোলির দিন ব্যক্তিগত পার্টি আয়োজন করে বিতর্কে জড়িয়েছেন হিমাচল প্রদেশের প্রধান সচিব প্রবোধ সাক্সেনা। ১.২২ লক্ষ টাকার বিল রাজ্য সরকারকে মেটানোর অনুরোধ করায় মুখ্যসচিবের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
আরও পড়ুন-Infosys: ফের ইনফোসিসে শিক্ষানবীশদের গণ ছাঁটাই! সমালোচনার ঝড়, কি বলছে আইটি জায়ান্টটি?
১৯৯১ ব্যাচের আইএএস আধিকারিক সাক্সেনার গত ৩১ মার্চ অবসর গ্রহণের কথা ছিল। কিন্তু সেইদিনই ছয় মাসের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয়। সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, শিমলায় হিমাচল পর্যটন উন্নয়ন নিগমের অধীন হোটেল হলিডে হোমে হোলির জন্য জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। যেটি সম্প্রতি আর্থিক অনিয়ম এবং বকেয়া অর্থ নিয়ে আদালতের তিরস্কারের মুখে পড়েছিল। সেই অনুষ্ঠানে প্রায় ৭৫ জন আধিকারিক এবং তাঁদের পরিবার উপস্থিত হাজির হয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ওই বিলের একটি কপি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছড়িয়ে পড়ে। ওই রিপোর্ট অনুযায়ী, অতিথিদের জন্য খাবারের খরচ প্লেট প্রতি ১,০০০ টাকা হিসেবে মোট খরচ হয়েছে ৭৫,০০০ টাকা। তার উপরে ২২,৩৫০ টাকা জিএসটি এবং আধিকারিকদের গাড়ির চালকদের জন্য খাবারের খরচ হয় ১২,৮৭০ টাকা। পাশাপাশি ক্যাব ভাড়া বাবদ খরচ হয় ১১,৮০০ টাকা। সবমিলিয়ে বিলের মোট সংখ্যা পৌঁছায় ১,২২,০২০ টাকায়।
রিপোর্ট অনুযায়ী, এই হোলি অনুষ্ঠানের বিল হোটেলের কর্তৃপক্ষ মুখ্যসচিবের কার্যালয়ে পাঠিয়েছিল। এরপর সেই বিল পাঠানো হয় জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে। যদিও প্রশাসনের তরফে এখনও টাকা মঞ্জুর করা হয়নি, কারণ প্রশ্ন উঠেছে, এই ধরনের ব্যয় রাজ্য কোষাগার থেকে বহন করা উচিত কিনা। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ওই বিলের একটি কপি ছড়িয়ে পড়তেই মুখ্যসচিবের তীব্র সমালোচনা করেছে বিজেপি। পাশাপাশি সরকারি অর্থে এমন ব্যক্তিগত অনুষ্ঠানের খরচ তোলার চেষ্টা নিয়ে প্রশাসনিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন-Infosys: ফের ইনফোসিসে শিক্ষানবীশদের গণ ছাঁটাই! সমালোচনার ঝড়, কি বলছে আইটি জায়ান্টটি?
বিজেপির মুখপাত্র ও বিধায়ক রণধীর শর্মা বলেন, 'এটা অবাক করার মতো বিষয় যে কংগ্রেস সরকারের অধীনে আধিকারিকদের দল এবং সরকারকে বিল দিতে হয়। হোলির দিন একটি পার্টির আয়োজন করা হয়েছিল এবং আধিকারিক, তাঁদের পরিবারের সদস্য ও কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর ১.২২ লক্ষ টাকার বিলটি মুখ্যসচিব জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টকে পাঠিয়েছেন। কর্মকর্তারা নিজেদের আনন্দ উপভোগ করতে এবং পার্টি আয়োজনের জন্য সরকারি অর্থ অপচয় করছেন। সরকার এটা থামাচ্ছে না কারণ তারাও একই কাজ করে...বিজেপি চায় যে মুখ্যমন্ত্রী (সুখবিন্দর সুখু), যিনি সংস্কারের কথা বলেন, তিনি নিশ্চিত করুন যে এই ধরনের ঘটনা আবার না যেন ঘটে।'