খেলার মাঠে খারাপ দিন যায় সব ক্রিকেটারেরই। তেমনই দুঃস্বপ্নের দিন হিসেবে ৩ মে, শনিবারকে মনে রাখবেন খলিল আহমেদ। তিনি ভুলতে চাইবেন নিশ্চিত, তবে চেয়েও ভুলতে পারবেন কিনা সন্দেহ। প্রথমত, চেন্নাইয়ের বাঁ-হাতি পেসারকে যারপরনাই লাঞ্ছিত হতে হয় আরসিবির ব্যাটারদের হাতে। তার উপর কোহলির ক্যাচ ধরে উগ্র সেলিব্রেশনের জন্য নেটিজেনদের বিদ্রুপ হজম করতে হয় তাঁকে।
তবে এর বাইরেও ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ঝাড় শুনতে হয় খলিলকে। আরসিবি ম্যাচে খলিল অত্যন্ত খরুচে বল করেন সন্দেহ নেই। এমন এলেমেলো বোলিংয়ের জন্য ধোনি এমনিতেই খলিলের উপর খাপ্পা ছিলেন। তার উপর ভুলভাল জায়গায় ফিল্ডিং করার জন্য ধোনির রোষের মুখে পড়েন বাঁ-হাতি পেসার।
এমনিতে ধোনি মাঠে কাটছাঁট কথা বলতে অভ্যস্ত। কখনও নো-বল করার জন্য তিনি বোলারদের হুঁশিয়ারি দেন এই বলে যে, এমনটা চলতে থাকলে অন্য ক্যাপ্টেনের অধীনে খেলতে হবে তাঁদের। আবার কখনও কথা না শোনার জন্য ধোনি বোলারকে সরাসরি বলে বসেন যে, ‘আমাকে কি পাগল ভেবেছিস?’
এবার খলিলকে মৃদু গলায় কড়া কথা শুনিয়ে দেন ধোনি। ভুল জায়গায় ফিল্ডিং করতে দাঁড়িয়েছিলেন খলিল। ধোনি তাঁকে হাতের ইশারায় সরে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই সঙ্গে ধোনিকে বলতে শোনা যায় যে, ‘খলিল, আজ পর্যন্ত ওখানে কখনও ফিল্ডার দেখেছিস?’ অর্থাৎ, খলিলকে এক্ষেত্রে ক্রিকেটের প্রাথমিক পাঠ পড়ান ধোনি।
শনিবার চিন্নাস্বামীতে খলিল আহমেদ এত মার খান যে, তাঁকে ৪ ওভারের বোলি কোটা পূর্ণ করাননি ধোনি। ৩ ওভার বল করে খলিল ৬৫ রান খরচ করেন। অর্থাৎ, ওভার প্রতি ২১.৬৬ রান করে উপহার দেন তিনি। কোনও উইকেট পাননি খলিল। যে হারে রান খরচ করেন চেন্নাই পেসার, তাতে ৪ ওভারের কোটা পূর্ণ করলে আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচের সর্বকালীন রেকর্ড গড়ে ফেলতে পারতেন।
আরও পড়ুন:- বিরাট দোষ করে নির্বাসিত হয়েছেন, তাই IPL ছেড়ে দেশে ফিরেছেন রাবাদা, ফাঁস হল রহস্য
ম্যাচের প্রথম ওভারেই খলিল আহমেদের বলে ৩টি চার মারেন জেকব বেথেল। সেই ওভারে মোট ১৩ রান খরচ করেন খলিল। ইনিংসের তৃতীয় ওভারে খলিল পুনরায় বল করতে এলে ১টি ছক্কা মারেন বেথেল এবং পরপর ২টি ছক্কা হাঁকান কোহলি। সেই ওভারে মোট ১৯ রান খরচ করেন খলিল। প্রথম স্পেলে ২ ওভার বল করে মোট ৩২ রান খরচ করেন তিনি।
আরও পড়ুন:- CSK-র ‘জেল এডিশন’ জার্সি বিক্রি চিন্নাস্বামীতে, RCB সমর্থকরা বদলা নিতেই এমন কাণ্ড ঘটালেন
ইনিংসের ১৯তম ওভারে খলিলকে তৃতীয়বার বল করতে পাঠান চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই ওভারে রোমারিও শেফার্ড চারটি ছক্কা ও ২টি চার মারেন। সেই ওভারে ১টি নো-বলও করেন খলিল। অর্থাৎ, মোট ৩৩ রান ওঠে খলিলের সেই ওভারে।