ক্রিকেটার থেকে আম্পায়ার বা ম্যাচ অফিসিয়ালে পরিণত হওয়ার নজির বাইশগজে হামেশাই দেখা যায়। কোহলির নেতৃত্বে ভারতের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তন্ময় শ্রীবাস্তব আম্পায়ারিংয়ে পসার জমিয়েছেন। তাই বলে ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে আইপিএলে আম্পায়ারিং করছেন, এমন ঘটনা নিতান্ত বিরল সন্দেহ নেই। পরাশর যোশী সেই অভাবনীয় কাণ্ডটাই ঘটিয়েছেন।
সচিনের অন্ধ ভক্ত পরাশর নিজেও পুণেতে ক্লাব ক্রিকেট খেলেছেন। পড়াশোনাতেও অত্যন্ত মেধাবি। তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। পুণে ইনস্টিটিউট অফ কম্পিউটার টেকনলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি।
শুধু শখেই নয়, বরং সঙ্গীতকে পেশা হিসেবেও বেছে নেওয়ার কথা ভেবেছিলেন পরাশর। তিনি পৌঁছে যান ইন্ডিয়ান আইডলের মঞ্চে। তবে সেখানে বিশেষ সুবিধা করতে পারেননি। ক্রিকেটের মাঠের ডাক উপেক্ষা করা সম্ভব না হওয়ায় পাশ করেন আম্পায়ারিংয়ের একাধিক পরীক্ষা। শেষে ২০১৫ সালে বিসিসিআই আম্পায়ারের স্বীকৃতি পান পরাশর।
রঞ্জি ট্রফি-সহ ভারতের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের ক্রিকেট ম্যাচ পরিচালনার পরে গত উইমেন্স প্রিমিয়র লিগে আম্পায়ারিং করতে দেখা যায় পরাশর যোশীকে। শেষমেশ আইপিএলের মঞ্চেও আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
গত ডব্লিউপিএলের সময় চর্চায় চলে আসেন পরাশর যোশী। আসলে টিম ইন্ডিয়ার সুপারস্টার ক্রিকেটার শ্রেয়স আইয়ারের সঙ্গে চেহারার মিল থাকায়, তাঁকে পঞ্জাব দলনায়কের হামশকল বলা হতে থাকে। এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আম্পায়ার হিসেবে সাফল্যের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন তিনি।
আরও পড়ুন:- কতদিন IPL খেলবেন, ইডেনে অভাবনীয় রেকর্ড গড়া রাসেলের পরিকল্পনা ফাঁস করলেন বরুণ
পরাশরের ইন্ডিয়ান আইডল অভিযান
পরাশর ইন্ডিয়ান আইডলের প্রথম মরশুম থেকেই অডিশন দেন। তবে প্রথম তিনবার নির্বাচিত হননি। ২০০৮ সালে ইন্ডিয়ান আইডলের চতুর্থ মরশুমে তিনি দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছে যান। পরাশর ২০২৩ সালেও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইন্ডিয়ান আইডলের মঞ্চে পৌঁছনোর ভিডিয়ো পোস্ট করেন। ১৫ বছর আগের সেই রোমাঞ্চকর যাত্রার স্মৃতিচারণ করেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, আম্পায়ারিংয়ের পাশাপাশি পরাশর এখনও গান চালিয়ে যান।
পরাশরের আম্পায়ারিং কেরিয়ার
পরাশর এখনও পর্যন্ত মোট ১০টি ফার্স্ট ক্লাস ম্যাচে আম্পায়ারিং করেছেন। তিনি ৯টি ম্যাচে ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করেন ও ১টি ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন। এছাড়া ২৫টি লিস্ট-এ ও এখনও পর্যন্ত ৩৩টি টি-২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে ১টি ও টি-২০ ক্রিকেটে ৩টি ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন তিনি।
আরও পড়ুন:- হাতে ব্যান্ডেজ, চোট পেয়ে ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েও ইডেনে অবিশ্বাস্য ক্যাচ রাহানের- ভিডিয়ো
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে আম্পায়ারিং করেছেন পরাশর। ৫ এপ্রিল দিল্লি বনাম চেন্নাই ম্যাচে আইপিএল আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ করেন পরাশর। ৪ মে পঞ্জাব কিংস বনাম লখনউ ম্যাচও পরিচালনা করেন তিনি।