রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিংবদন্তি এবি ডি'ভিলিয়র্স সোমবার বিরাট কোহলির সমালোচকদের কড়া ভাষায় পালটা দিলেন। সুনীল গাভাসকর ও বীরেন্দ্র সেহওয়াগের পুরনো মন্তব্যের হেডলাইন তুলে ধরে ডিভিলিয়র্স এই জবাব দেন।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কোহলির ৩৩ বলে ৬২ রানের মারটাকারি ইনিংসের পরেই ডিভিলিয়র্স কড়া মন্তব্য করেন। কোহলির এমন ইনিংসই আরসিবিকে শক্ত ভিতে বসিয়ে দেয় এবং শেষমেশ ২ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বেঙ্গালুরু। চেন্নাইকে হারিয়ে আরসিবি পয়েন্ট তালিকার শীর্ষ স্থানও নিজেদের দখলে নেয় এবং প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখে।
গত বছর আইপিএলের সময় কোহলিকে স্ট্রাইক-রেট নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ যুগ্মভাবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি করার জন্য আরসিবি তারকার বিস্তর সমাোলচনা করেন।
আরও পড়ুন:- KKR-এর দরকার তিনে ৩? IPL 2025-এর প্লে-অফে যেতে কোন দলের ক'টি জয় চাই?
গত বছর রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়পুরে কোহলি অপরাজিত ১১৩ রানের ইনিংসে ৭২টি বল খেলেন। সেই ম্যাচে বিরাট সেঞ্চুরি করেন ৬৭ বলে। সেহওয়াগ ক্রিকবাজের সঙ্গে কথোপকথনে কোহলির ভুলভ্রান্তির দিকগুলি তুলে ধরেন এবং বলেন যে, ৩৯ বলে ৫০ রান করার পর তাঁর স্ট্রাইক-রেট আরও ভালো হওয়া উচিত ছিল।
কোহলির স্ট্রাইক-রেট নিয়ে প্রশ্ন তোলেন সুনীল গাভাসকরও। সেহওয়াগ-গাভাসকরদের সেই সমালোচনার হেডলাইনগুলিকে তুলে ধরে এবিডি এবার পালটা দেন। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে তাঁকে বলতে শোনা যায় যে, তিনি সহজে কিছু ভোলেন না। তাই তাঁর মনে আছে যে, কীভাবে কোহলির সমালোচনা করা হয়েছিল। যাঁরা বিরাটের সমালোচনা করেছিলেন, তাঁদের এবার নিজেদের কথা গেলার পরামর্শ দেন প্রোটিয়া তারকা, যিনি কোহলির ঘনিষ্ট বন্ধু হিসেবেই পরিচিত।
ইনস্টাগ্রামে নিজের ভিডিয়ো বার্তায় এবিডকে বলতে শোনা যায় যে, ‘বিরাট হল আরসিবির নির্ভরতা। ও থাকলে আপনার ভয়ের কোনও কারণ নেই। এটাই হল আসল গল্প। কখনও কিচ্ছু বদলায়নি। মিডিয়ার বন্ধুদের বলতে চাই যে, আমি কিচ্ছু ভুলিনি। আমার স্মৃতি হাতির মতো। আমার সাংবাদিক বন্ধুদের বলতে চাই যে, তোমাদের ভালোবাসি। তবে একসময় তোমরা বলেছিলে বিরাট বড্ড স্লো ব্যাট করে, তাই না? বিরাট শেষ ইনিংসে প্রায় ২০০ স্ট্রাইক-রেটে ব্যাট করল। এবার হজম করো।'
উল্লেখ্য, বিরাট কোহলি আপাতত ১১ ম্যাচে ৫০৫ রান সংগ্রহ করে আইপিএল ২০২৫-এর অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন। তিনি চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৭টি হাফ-সেঞ্চুরি করেছেন।