Most Talked about Indian Personalities on X: কেন নয় নম্বরে নামছেন মাহি? কেন এত শেষে নামছেন ধোনি? ধোনি কবে অবসর নেবেন? আইপিএল ২০২৫-এ এই প্রশ্ন গুলোই এখন সকল দর্শকদের মধ্যে ঘুরছে। এই জন্যই চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর এই কারণেই এমএস ধোনি এক অবাক করা নজির গড়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও চলচিত্র জগতের সলমন খান, বিজয়, আল্লু অর্জুনকেও পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
ধোনি ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় সমালোচনা চলছে। চেন্নাই পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ার পর থেকে এই বিতর্ক শুরু হয়েছে। এবং এখন দলটি পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে নেমে এসেছে।
কিন্তু চেন্নাই সুপার কিংসের পরাজয়ের পরেও ধোনির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি, বরং প্রাক্তন সিএসকে অধিনায়ক বর্তমানে ভারতে ‘এক্স’ (আগের টুইটার)-এ সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হয়েছেন। ‘এক্স-ডাটা’ অনুসারে, মার্চ মাসের জন্য প্রকাশিত তথ্য অনুযায়ী ধোনি এই তালিকায় শীর্ষে রয়েছেন। আইপিএল শুরু হওয়ার কারণে এটি অবশ্য প্রত্যাশিতই ছিল। মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি।
আরও পড়ুন … IPL 2025: ৩০ টাকা থেকে ৩০ লক্ষ টাকার যাত্রা, অশ্বিনী কুমারের কঠিন জীবন লড়াইয়ের কাহিনি
দেখে নিন শীর্ষ ১০ তালিকা:
১) তালিকার শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি
২) দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি
৩) তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৪) ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন চতুর্থ স্থানে।
৫) এরপরের অবস্থানে রয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া পবন কল্যাণ।
৬) তালিকার ছয় নম্বরে রয়েছেন অভিনেতা বিজয়।
৭) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তালিকার সপ্তম স্থানে রয়েছেন।
৮) প্রভাস রয়েছেন তালিকার আট নম্বরে।
৯) বলিউড তারকা সলমন খান নবম স্থানে জায়গা পেয়েছে।
১০) দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন রয়েছেন দশম স্থানে।
আরও পড়ুন … IPL 2025 Points Table: MI-র লম্বা জাম্প! ৬ থেকে ১০ নামল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR
কোন কোন প্রশ্নের কারণে শীর্ষে রয়েছেন ধোনি?
ধোনির কেরিয়ার শেষ পর্যায়ে। তাহলে কি চেন্নাই সুপার কিংসের জন্য অর্ধেক ফিট থাকা ধোনিকে দলে রাখা সঠিক সিদ্ধান্ত ছিল? অনেকে মনে করছেন, যদি ধোনির শরীর আর পারমিট না করে, তাহলে তিনি অবসরের কথা ভাবতে পারেন। কারণ, শুধুমাত্র উইকেটকিপার হিসেবে তিনি প্লেয়িং ইলেভেনে থাকতে পারেন না।
আরও পড়ুন … IPL 2025: শুরুতে চাপে ছিলাম কিন্তু তারপর… KKR-র চার উইকেট শিকারের আগে অশ্বিনীকে কী বলেছিলেন হার্দিক?
CSK-র পরের ম্যাচ কবে? প্রতিপক্ষ কারা?
এপ্রিলে ৫ তারিখ চেন্নাই সুপার কিংস তাদের পরবর্তী ম্যাচে চিপকে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। চেন্নাই ফিরে আসতে চাইবে জয়ের পথে। দিল্লি ইতিমধ্যেই তাদের অভিযান ভালোভাবে শুরু করেছে, তাই তারা চেন্নাইয়ের জন্য সহজ প্রতিপক্ষ হবে না বলে মনে করা হচ্ছে।