Burnley vs Sheffield United: হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল। সোমবার রাতে টার্ফ মুরে বার্নলির কাছে ২-১ গোলে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে প্রায় ছিটকে যায় হামজা চৌধুরীর দল। তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছিল বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা হামজা চৌধুরীর সঙ্গে প্রতিপক্ষ সমর্থকদের ঝামেলা। প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীকে ঘিরে মাঠের মধ্যেই ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনা।
ম্যাচ শেষে বার্নলির জয় সেলিব্রেশন করতে হাজারো দর্শক মাঠে প্রবেশ করেন। এই সময় কয়েকজন উত্তেজিত সমর্থক শেফিল্ডের খেলোয়াড়দের দিকে তেড়ে যান। সেই সময়ে তাদের লক্ষ্য হন হামজা চৌধুরীও। টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়, এক দর্শক হামজা চৌধুরীকে উদ্দেশ করে কিছু বলেন, জবাবে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হামজা চৌধুরীরকে শান্ত করতে নিরাপত্তাকর্মী ও ক্লাব কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়। পরে পুলিশ এসে হামজাকে মাঠ থেকে নিরাপদে টানেলে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামজাকে কেবল কটূক্তিই নয়, বর্ণবাদমূলক মন্তব্যও শুনতে হয়েছে। স্কাই স্পোর্টসের ভিডিয়ো ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা হামজা চৌধুরীরকে টানতে টানতে মাঠ থেকে বের করে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন … ভিডিয়ো: বেঙ্কটেশ আইয়ারকে আউট করার পরে কেন আগ্রাসী সেলিব্রেশন করলেন শুভমন গিল? জানা গেল আসল কারণ
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ লিখেছেন, ‘হামজা বর্ণবাদের শিকার হয়েছেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হামজা, সম্ভবত এজন্যই তাঁকে লক্ষ্য করা হয়েছে।’
ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, ‘ম্যাচ শুরুর আগে রেফারি আমাদের আশ্বস্ত করেছিলেন যে খেলোয়াড়দের সুরক্ষার ব্যবস্থা থাকবে। কিন্তু শেষ বাঁশি বাজার পর নিরাপত্তা কর্মীদের খোঁজ পাওয়া যায়নি। সেটা ছিল অত্যন্ত ভয়ের একটি মুহূর্ত।’
আরও পড়ুন … ও নিজেকে আয়নায় দেখে প্রশ্ন করুক… রোহিত শর্মার নেতৃত্ব ও ফর্ম নিয়ে স্টিভ ওয়াহ’র সতর্কবার্তা
তিনি আরও বলেন, ‘যখন ৪০-৫০ জন উত্তেজিত দর্শক আপনার দিকে তেড়ে আসে এবং গালিগালাজ করে হুমকি দেয়, তখন মাঠ ছেড়ে বের হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। আমি মনে করি, এই ঘটনার দায় আমাদের নয়।’
মাঠের খেলায় হামজা ছিলেন শেফিল্ড ইউনাইটেডের অন্যতম সেরা পারফর্মার। ম্যাচে তিনি ৪৭টি পাসের মধ্যে ৪২টি সফলভাবে সম্পন্ন করেন, যার সফলতার হার ৮৯ শতাংশ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ৩টি ট্যাকল করেন, যার মধ্যে ২টিতেই তিনি সফল হন। এছাড়া করেন ৫টি ক্লিয়ারেন্স, যার মধ্যে ৪টিই ছিল হেড দিয়ে। ৭টি বল পুনরুদ্ধার করে তিনি মাঝমাঠে বল দখলে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন … Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া
খেলার দিক থেকে বার্নলির পক্ষে দুটি গোলই করেন জোশ ব্রাউনহিল করেন। ২৮ মিনিটে একটি রিবাউন্ড থেকে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩৭ মিনিটে শেফিল্ডের টম ক্যানন সমতা ফেরান। কিন্তু বিরতির ঠিক আগেই পেনাল্টি থেকে আবারও গোল করে বার্নলিকে এগিয়ে দেন ব্রাউনহিল।
৪৪ ম্যাচ শেষে বার্নলি ও লিডস ইউনাইটেড ৯৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে। শেফিল্ড ইউনাইটেডের সংগ্রহ ৮৬ পয়েন্ট, অর্থাৎ তাদের সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার আশা শেষ হয়ে গেছে। এখন কেবল প্লে-অফই তাদের সামনে একমাত্র সুযোগ।