স্টার জলসার জনপ্রিয় মেগা 'কথা'। পর্দার ‘গোবর দেবী’ ও ‘পাচক মশাই’কে নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। তবে এবার এই ‘কথা’ই পাড়ি দিচ্ছে বি-টাউনে। এবার হিন্দিতেও দেখা যাবে 'কথা'। কী ভাবছেন এবার বাংলা নয় বরং হিন্দি মেগাতে দেখা 'কথা' সুস্মিতা দে ও 'এভি' সাহেব ভট্টাচার্যকে? নাকি মেগারই হিন্দি সংস্করণ দেখতে পাবেন দর্শকরা? না না দুটোর কোনওটাই নয়। তাহলে কী? সেই হদিশই দিলেন বাংলার 'ইন্ড্রাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: 'মানসিক ভাবে অনেক অভিজ্ঞতা আমাদের দুর্বল করে…', ভোগের ট্রেলার লঞ্চে হঠাৎ কেন এমন বললেন পরমব্রত?
রহস্য না করে এবার একটু খোলসা করে বলা যাক। বাংলা টেলিভিশনে বর্তমানে টিআরপির চাপে কয়েক মাসের মধ্যেই একের পর এক মেগা বন্ধ হচ্ছে। সেখানে হাতেগোনা কিছু ধারাবাহিক স্বমহিমায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তার মধ্যে অন্যতম হল 'কথা'। 'এভি-কথা'র মিষ্টি প্রেমের গল্প ইতিমধ্যেই সকলের মনজয় করে নিয়েছে, টিআরপির নিরিখেও প্রথম সারিতেই রয়েছে মেগা। বাংলায় এই ধারাবাহিকের গল্প বিপুল সাফল্যের পর এবার হিন্দিতেও সেই গল্প নিয়ে কাজ হতে চলেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এই মেগা আনছে স্টার প্লাসের পর্দায়।
আরও পড়ুন: ‘১০ কোটি টাকা চাই…, সাবধান! বাবার মতোও আপনাকেও…’ এবার হুমকি ইমেল সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির ছেলেকে
তবে সেখানে অবশ্য 'কথা'র চরিত্রে সুস্মিতা দে-কে দেখা যাবে না। সেই মেগায় থাকবেন না সাহেব ভট্টাচার্যও। তাঁদের স্টার জলসায় যে ভাবে দেখা যাচ্ছিল, সে ভাবেই দেখা যাবে। হিন্দিতে মেগার রিমেকে দেখা যাবে বি-টাউনের অভিনেতা অভিনেত্রীদের।
আরও পড়ুন: ৬ বার সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা! ‘মেয়েরা করলে বেশ্যা, ছেলেরা করলে…’ বললেন নায়িকা
সম্প্রতি টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়ো সূত্রে জানা গিয়েছে এই মেগার হাত ধরেই প্রথমবারের জন্য হিন্দি ধারাবাহিকের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ধারাবাহিকের কলাকুশলীদের নিয়ে তাঁকে মেগার একটি অনুষ্ঠানেও দেখা গিয়েছে।
আরও পড়ুন: বনশালি, করণ বা রোহিত নন, ইনি-ই ভারতের সর্বোচ্চ আয়কারী পরিচালক! ছবি প্রতি নেন ২০০ কোটি? কে তিনি?
প্রসঙ্গত, স্টার প্লাসের পর্দায় চলতি মাসের ২১ তারিখ থেকে সম্প্রচার শুরু হয়ে গিয়েছে এই মেগার। প্রতিদিন সন্ধ্যা ৭টায় এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। 'কথা' ধারাবাহিকের হিন্দি রিমেকের নাম রাখা হয়েছে 'কাভি নিম নিম, কাভি সায়েদ সায়েদ'।