শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আউট না হয়েও নিয়মের বলি হলেন ডেওয়াল্ড ব্রেভিস। চেন্নাই সুপার কিংসের প্রোটিয়া তারকা ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানোর দাবি জানান। তবে সিএসকের ডিআরএস অবশিষ্ট থাকা সত্ত্বেও তাঁকে শেষমেশ রিভিউ নিতেই দেওয়া হয়নি। অথচ বেবি এবির আবেদন মেনে বল থার্ড আম্পায়ারের কোর্টে ঠেলা হলে নট-আউট ঘোষিত হতেন ব্যাটার।
আসলে নিয়ম মতো নির্ধারিত সময়সীমার মধ্যে ডিআরএসের আবেদন জানাননি ব্রেভিস। আইপিএলের নিয়ম হল, আম্পায়ার আঙুল তোলার পর থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ব্যাটারকে ডিআরএস নিতে হয়। ব্রেভিস ১৫ সেকেন্ড অতিক্রান্ত হওয়ার পরে রিভিউয়ের আবেদন জানান।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, মাঠে টাইমার দেখা গিয়েছে কিনা, সেই বিষয়েই ছিল সংশয়। নির্ধারিত ১৫ সেকেন্ডের সমসয়ীমা শেষ হয়েছে কিনা, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ফিল্ড আম্পায়ারকে তৃতীয় আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করতে হয়।
চিন্নাস্বামীতে আরসিবির ২১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৬.২ ওভারে ১৭২ রানের মাথায় তিন উইকেট হারায়। লুঙ্গি এনগিদির বলে আয়ুষ মাত্রে ক্রুণাল পান্ডিয়ার হাতে ধরা পড়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি এনদিগির পরের বলেই এলবিডব্লিউ আউট হন।
১৬.৩ ওভারে এনগিদির ফুলটস বল ব্রেভিসের পায়ে লাগে। তবে লেগ-বাই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন দুই সিএসকে ব্যাটার। আম্পায়ার এক্ষেত্রে ব্রেভিসকে এলবিডব্লিউ আউট ঘোষণা করে দেন। ব্রেভিস ও জাদেজা প্রান্ত বদলের পরে নিজেদের মধ্যে পরামর্শ করতে অনেকটা সময় নিয়ে নেন।
ব্রেভিস যখন ডিআরএসের আবেদন জানান, তখন আম্পায়াররা ধন্দে পড়েন। বিরাট কোহলি-সহ আরসিবির ফিল্ডাররা সমবেতভাবে আপত্তি জানান। তাঁদের দাবি ছিল যে, ডিআরএস নেওয়ার জন্য ১৫ সেকেন্ডের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। শেষে আম্পায়াররাও আরসিবির ক্রিকেটারদের সঙ্গে একমত হন। ফলে ব্রেভিসের ডিআরএসের আবেদন অবৈধ বলে ঘোষিত হয় এবং তাঁকে আউট হয়ে মাঠ ছাড়তে হয়।
পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, ইমপ্যাক্টে আম্পায়ার্স কল দেখা গেলেও বল স্টাম্পে লাগছিলই না। সুতরাং, রিভিউ বৈধ হলে ব্রেভিস নট-আউট ঘোষিত হতেন।
এক্ষেত্রে ধারাভাষ্যকাররাও বিষয়টি নিয়ে একমত হতে পারেননি। আম্বাতি রায়াড়ু, অজয় জাদেজারা এক্ষেত্রে ব্যাটারের হয়ে কথা বলেন। তাঁদের দাবি ছিল এই যে, মাঠে টাইমার দেখতে পাওয়া উচিত। নাহলে ব্যাটারদের পক্ষে বোঝা মুশকিল রিভিউ নেওয়ার জন্য কতক্ষণ সময় বাকি রয়েছে।
ব্রেভিসের এমন আউটের প্রভাব পড়ে ম্যাচে। সিএসকে শেষমেষ ২০ ওভারে ৫ উইকেটে ২১১ রানে আটকে যায়। ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে আরসিবি।