রজি করের প্রতিবাদে পথে নেমেছিলেন টলিপাড়ার ব্যক্তিত্বদের অনেকেই। তবে এই আন্দোলন নিয়েই সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন পরিচালক অরিন্দম শীল। বিক্ষোভে নামতে নাকি টাকা নিয়েছিলেন টলিপাড়ার বহু তারকা। সম্প্রতি এমনই মন্তব্য করে ফের বিতর্কে তৈরি করেছেন অরিন্দম শীল। পরিচালকের এমন মন্তব্যে বেজায় চটেছেন স্বস্তিকা, সুদীপ্তা, বিদীপ্তা, দেবলীনা চৈতি, বিরসা সহ আরও অনেকেই।
অরিন্দম শীলের এই 'টাকা নিয়ে আন্দোলনে যোগ দেওয়া' মন্তব্যে সোমবারই তাঁকে পাল্টা আক্রমণ করে ফেসবুকের পাতায় পোস্ট করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। পরিচালককে লেখা খোলা চিঠিতে কারা টাকা নিয়েছেন, তাঁদের নাম প্রকাশের দাবি তুলে খোঁচা দেন সুদীপ্তা। আর এবার পরিচালককে পাল্টা তোপ দাগলেন বিদীপ্তা ও বিরসা।
বিদীপ্তা চক্রবর্তী অরিন্দম শীলের মন্তব্য নিয়ে প্রকাশিত এক প্রতিবেদন শেয়ার করে লেখেন, ‘টাকা পেলে আমি আরবানা এ পাশের ফ্ল্যাটটাই কিনতুম, কী যে হতভাগ্য আমি!’ প্রসঙ্গত বিলাসবহুল কমপ্লেক্স আরবানাতেই থাকেন পরিচালক অরিন্দম শীল।
চুপ থাকেননি পরিচালক বিরসা দাশগুপ্তও। স্ত্রী বিদীপ্তার কথার প্রসঙ্গ ধরেই তিনি লেখেন, ‘না না, পাশের ফ্ল্যাট-টা হলে খুব টেনশনে থাকতাম ; দুই মেয়ের সেফটি আর সিকিউরিটি নিয়ে...’।

প্রসঙ্গত, বিরসা তাঁর পোস্টে অরিন্দম শীলের বিরুদ্ধে থাকা যৌন হেনস্থার অভিযোগ নিয়েই যে খোঁচা দিতে চেয়েছেন, তা বুঝে নিতে অসুবিধা হয়নি নেটপাড়ার। বিরসা, বিদীপ্তার এই পোস্টের নিচে অরিন্দম শীলকে নিয়ে নানান মন্তব্য করেছেন অনেকেই।
এদিকে এর আগেই অরিন্দম শীলের মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল, সুদীপ্তা, রূপাঞ্জনা মিত্ররা। এক সাক্ষাৎকারে রূপাঞ্জনা মিত্র বলেন, ‘ আন্দোলনের সময় যে মেন্টাল স্টেটে সবাই ছিলেন, সেটা টাকা পয়সার বিনিময়ে করা সম্ভব? মিস্টার শীল আপনি নাম বলুন প্লিজ।’ আবার দেবলীনা দত্ত, চৈত্র ঘোষালরা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে বলার জন্য অরিন্দম দা কত টাকা পেয়েছেন?’
আবার ফেসবুকের পাতায় ‘অরিন্দম ill’ বলে কটাক্ষ করেছেন ঋদ্ধি সেন। আবার আরও একটা পোস্টে ‘শীল নোড়া’ লিখেও পরিচালককে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি বিরসা।
প্রসঙ্গত, সোমবার পরিচালককে লেখা খোলা চিঠিতে সরাসরি আক্রমণ করে সুদীপ্তা লিখেছিলেন, 'শ্রদ্ধেয় Arindam Sil দা, আমি টালিগঞ্জেই কাজ করি। এই মুহূর্তে টালিগঞ্জের একটি স্টুডিওর সাজঘরে বসে লিখছি। আমি এই অঞ্চলে কান পেতে এরকম কিছু শুনতে পাইনি আজ অবধি। হয়ত সঠিক লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় নেই, তাই।
সে যাই হোক, আমিও টালিগঞ্জের শিল্পী, আমিও মহিলা এবং ওই আন্দোলনে আমিও রাস্তায় হেঁটেছি। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক লাগছে। খুব অস্বস্তি হচ্ছে।
এই অভিযোগ যেহেতু তুমি করেছো, সেহেতু সেইসব মহিলা শিল্পীর নাম প্রকাশ্যে জানানোর দাবি রাখছি। নতুবা এই অভিযোগ এই সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি।'
মুখ খুলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তিনি বলেন, 'অরিন্দম শীলের সম্পর্কে ভালো কথা বলতে আমি কোনওদিনও কাউকে শুনিনি। এমন অনেক ঘটনা আছে, যেখানে উনি লোককে কাজ করিয়ে পয়সা দেননি। তাই ওটা নিয়ে উনি কি মনে করছেন না করছেন, সেটা নিয়ে আমার বা আর কারোরই গ্রাহ্য করার প্রয়োজন আছে বলে মনে হয় না। উনি কার থেকে কী ফায়দা নিয়েছে, সেটা ওনার হিসেব করা উচিত। তারপর ডাক্তারি মোমেন্টে কে কী করেছেন সেটা ভাবা যাবে।’