ইন্ডিয়ান আইডল জিতে, প্রথমবার বাংলায় ট্রফি এনেছেন নিমতার মেয়ে মানসী ঘোষ। আপাতত তাঁকে নিয়ে রীতিমতো মাতামাতি গোটা বাংলায়। আপাতত খুব ব্যস্ত মানসী। মুম্বইতে বেশ কিছু কাজের অফার রয়েছে। ইতিমধ্যেই শানের সঙ্গে একটি গানও গেয়ে ফেলেছেন। আর সঙ্গে চাপ রয়েছে মঞ্চ পারফরমেন্সেরও।
তবে এবার এক সাক্ষাৎকারে মানসী নিজের মুখেই ফাঁস করলেন যে, তাঁর কাছে অভিনয়ের অফারও এসেছিল। অবশ্য সেটা ইন্ডিয়ান আইডলের পরে নয়, তাঁর প্রথম বাংলা রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গর’-এর পর। মানসী যা নিয়ে আজকালকে জানান, ‘সুপার সিঙ্গার-এর পর একটা ধারাবাহিকে কাজ করার অফার পেয়েছিলাম, তবে আমার অভিনয়টা ঠিক আসে না।’
অবশ্য গান ছাড়াও, ইন্ডিয়ান আইডলে সকলের মনে মানসীর যে জিনিসটা সবার মন কেড়েছিল, তা হল ‘আদা’। রীতিমতো ‘ড্রামা কুইন’ আখ্যা দেওয়া হয়েছিল তাঁকে, তাও সেই নাম রেখেছিলেন আবার শ্রেয়া ঘোষাল। কখনো বিচারকদের, আবার কখনো আসা অতিথি তারকাদের, আবার কো-কনটেসটেন্টদের বেমাক্কা প্রশ্নও করে বসতেন। যদিও সেসব স্ক্রিপ্টেড, তবে গলা একটুও কাঁপত না বা নার্ভাস হতেন না!
আরও পড়ুন: ‘মেয়ে তো বলে, মিস করে না বাবাকে…’, বলেছিলেন বরখা! এবার মীরার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন ইন্দ্রনীল
এক সাক্ষাৎকারে এই নিয়ে মানসী জানিয়েছিলেন, শুধুমাত্র অক্ষয় কুমার আর কঙ্গনা রানাওয়াতের বেলাতে একটু টেনশনে ছিলেন। কারণ, প্রশ্নগুলিও ছিল বেশ বিতর্কিত। তবে মানসীর দাবি মুম্বইয়ের শিল্পীরা খুব পেশাদার। আর অক্ষয়-কঙ্গনাও বেশ স্পোর্টিংলি জবাব দিয়েছিলেন। ফলে, তাঁর ভয়ও কেটে গিয়েছিল ধীরে ধীরে।
আরও পড়ুন: বুকে ব্যথা, শ্বাসকষ্ট! হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়, এখন কেমন আছেন?
আপাতত, মুম্বই গিয়ে বিশাল দাদলানি ও বাদশার সঙ্গে কাজ করবেন মানসী। মে মাসে লন্ডন, জুনে নেদারল্যান্ড এবং তারপর মার্কিন সফরের কথাও রয়েছে বলে জানিয়েছেন তিনি আজকালকে। বাংলাতে একটি সিঙ্গেলসের কাজ করেছেন, সেটা মুক্তির অপেক্ষায়।
তবে কলকাতা ছেড়ে, পাকাপাকিভাবে মুম্বই শিফট করতে চান না বলেই জানিয়ে দিলেন মানসী। বললেন, ‘আগামী দু’মাস কলকাতা-মুম্বই করতে হবে। যেদিন মনে হবে এবার ফাইনালি মুম্বই যাওয়ার জন্য রেডি, সেদিন যাব। তবে কলকাতাকে একেবারে ছেড়ে যাব না। আমি চাই দুটো শহরেই আমার বাড়ি থাকুক।’