অভিনেতা, কৌতুকাভিনেতা, কন্টেন্ট স্রষ্টা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিরাজ ঘেলানিকে অনেকেই চেনেন। ইন্ডাস্ট্রির নামীদামি ব্যক্তিত্বদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ২০২৩ সালে ‘জওয়ান’ সিনেমায় বিরাজের দৃশ্য কেটে বাদ দিয়ে দেওয়া প্রসঙ্গে তৈরি হয়েছিল বিতর্ক। এই প্রসঙ্গে এবার সরাসরি কথা বললেন বিরাজ নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকার দিতে গিয়ে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন বিরাজ। শুধু তাই নয়, একসময় ‘জওয়ান’ নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়েও কথা বলেন তিনি। তাঁর মন্তব্যের যে ভুল ব্যাখ্যা করা হয়েছিল, সে কথাও তুলে ধরেন বিরাজ।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
বিরাজ সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ‘আমি জওয়ান সিনেমার জন্য যখন অডিশন দিয়েছিলাম, তখন মুকেশ ছাবড়া আমায় বলেছিলেন, শাহরুখ খান দেখবেন আমার অভিনয়। প্রত্যেকটি সিনেমার ছোট ছোট দিক নিয়ে শাহরুখ ভীষণভাবে সচেতন থাকেন, যাতে একটি ছবি নির্ভুল ভাবে তৈরি হয়।’
বিরাজ বলেন, ‘শনিবার রাতে আমি স্ক্রিন টেস্ট দিয়েছিলাম। রবিবার হঠাৎ করেই খবর পাই যে আমাকে সিনেমায় নেওয়া হবে। শাহরুখের ভীষণ পছন্দ হয়েছে আমার এক্সপ্রেশন। পরের দিন শুরু হয়ে গিয়েছিল শ্যুটিং। শাহরুখের সঙ্গে আমার একটি দৃশ্য ছিল কিন্তু সেই দৃশ্য আলাদাভাবে শ্যুট করা হয়েছিল। শ্যুটিং চলাকালীন শাহরুখের সঙ্গে আমার দেখা হয়নি।’
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
‘জওয়ান’ বিতর্ক নিয়ে বিরাজ বলেন, ‘ওই সময় আমার নাম নিয়ে অনেক লেখা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। আমি সেই সমস্ত কথা বলিনি। অবশ্যই আমার দৃশ্য সিনেমা থেকে কেটে দেওয়ার জন্য আমার খারাপ লেগেছিল, কিন্তু তা নিয়ে আমি কোনও প্রশ্ন তুলিনি। আমি ওঁদের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। হয়তো সিনেমার স্বার্থেই এটার দরকার ছিল।’
বিরাজ আরও বলেন, ‘আমি কখনওই বলিনি যে ওই সিনেমায় কাজ করা আমার সবথেকে খারাপ অভিজ্ঞতা। ভিউয়ার্স পাওয়ার জন্য অনেকেই আমার নাম ব্যবহার করে এই কথাগুলো বলেছিল। আমার খারাপ লেগেছিল অবশ্যই, কিন্তু আমি ভুল কিছুই বলিনি, আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল।’
প্রসঙ্গত, বিরাজ ‘জওয়ান’ ছাড়াও অভিনয় করেছিলেন ‘গোবিন্দ নাম মেরা’ (২০২২), ‘লিটিল থিংস’ (২০১৬) সিনেমায়। ২০২৪ সালের ১২ ডিসেম্বর পলক খিমাভাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।