সালটা ছিল ২০০১, সেবছর ব্লকবাস্টার ছবি 'কভি খুশি কভি গম'-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিনেতা অমর তলওয়ার। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে স্মৃতির পাতা থেকে শাহরুখের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অমর তলওয়ার। শাহরুখের যে ছবিগুলি তাঁর বলিউডে পা রাখার এবং তারকা হওয়ার অনেক আগেই তোলা। তাঁর কলেজ জীবনের বিরল, অদেখা কিছু ছবি। তাঁর পোস্ট করা সেই ছবিগুলো এখন ভাইরাল।
অমর তলওয়ার জানান, যে ছবিগুলো ১৯৯০ সালে তোলা, তখন থেকেই তিনি আর শাহরুখ একে অপরকে চিনতেন, সেই সময়ে তোলা। ফেসবুকে শাহরুখের সাদা-কালো সেই সব ছবি শেয়ার করে অমর তলওয়ার লিখেছেন, ‘আমার তোলা শাহরুখের এই পুরনো ছবিগুলো হাতে এল, তৃতীয় ছবিতে শাহরুখ খানের সঙ্গে আমার ছেলে মনোজ। এই ছবিগুলি তোলা হয়েছিল ১৯৯০ সালের দিকে, শাহরুখের বলিউডে যাওয়ার আগে। শাহরুখ এবং আমি (ট্যাগ-ব্যারি জনের থিয়েটার অ্যাকশন গ্রুপের) দুটি নাটকে একসাথে অভিনয় করেছি - 'রাফ ক্রসিং' এবং 'হু'স লাইফ ইজ ইট অ্যানিওয়ে' এবং তারপরে তৃতীয় নাটক ‘লেন্ড মি এ টেনর’ - ব্যারি আমাকে সেই চরিত্রে অভিনয় করিয়েছিলেন যে চরিত্রে তিনি প্রথমে শাহরুখকে অভিনয় করাতে চেয়েছিলেন কিন্তু ততক্ষণে শাহরুখ মুম্বইতে, বলিউডে চলে গিয়েছেন...আর বাকিটা ইতিহাস - আমার মনে হয়!'
১৯৯০ সালে বলিউডে পা রাখার এবং তারকা হওয়ার আগে তরুণ শাহরুখের তিনটি ছবি পোস্ট করেছেন অমর তলওয়ার। প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, তাঁর সেই চির পরিচিত হাসি। আরেকটি ছবিতে তাঁকে পেন্টাক্স স্পটম্যাটিক ক্যামেরায় ছবি তুলতে দেখা যাচ্ছে। আর শেষ ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি ছোট শিশু (যিনি কিনা অমরের ছেলে)কে বসে আছেন। পুরনো এই ছবিগুলিতেও শাহরুখের ব্যক্তিত্বের স্পষ্ট আভাস পাওয়া যায়।
প্রসঙ্গত, অমর তলওয়ার টেলিভিশন শো ‘শান্তি’-তে রাজ জিজে সিং-এর চরিত্রে অভিনয় করে পরিচিত পান। তিনি ভূত এবং কভি খুশি কভি গম-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।এদিকে, কাজের ক্ষেত্রে শাহরুখ খানকে পরবর্তীতে সুজয় ঘোষের 'কিং' ছবিতে দেখা যাবে, যেখানে তাঁর মেয়ে সুহানা খানও থাকবেন। ছবিটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।