মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সোমবার তাঁর পরিবারের সাথে তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন তিনি। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার বিষয়টি সেই সেই বৈঠকে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। যদিও মোদী-ভান্স বৈঠক থেকে তাৎক্ষণিক ভাবে ভারতের অর্থনীতির জন্যে কোনও ইতিবাচক খবর আসার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। কারণ এর আগেও পীযূষ গোয়েল জানিয়েছিলেন, শুল্ক যুদ্ধের আবহে ভারত কোনও চুক্তি করতেই তাড়াহুড়ো করবে না। এই আবহে আজ মোদী-ভান্স বৈঠকে এই আলোচনা হলে শুধুমাত্র 'কথা এগোবে' বলে ধরে নেওয়া যায়। কোনও বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা কম।
অপরদিকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার পাঁচদিনের সফরে আমেরিকার সান ফ্রান্সিস্কোতে পৌঁছেছেন। এই সফরকালে বড় বড় বেশ কয়েকটি সংস্থার সিইওর সঙ্গে বৈঠক হওয়ার কথা নির্মলার। সান ফ্রান্সিস্কোতে ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা নির্মলার। ২২ থেকে ২৫ এপ্রিল তিনি আবার থাকবেন ওয়াশিংটনে। সেখানে আইএমএফ-এর বৈঠকে যোগ দেবেন তিনি। এরই মাঝে আর্জেন্টিনা, বাহারিন, জার্মানি, ফ্রান্স, লুক্সেমবার্গ, সৌদি আরব, ব্রিটিশ অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এরই সঙ্গে মার্কিন পক্ষের সঙ্গেও বৈঠক করতে পারেন নির্মলা। সেই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কয়েকদিন আগে পর্যন্ত সারা বিশ্ব কাঁপছিল মার্কিন শুল্ক জুজুতে। সাময়িক ভাবে সেই শুল্ক চাপের থেকে রেহাই পেয়েছে ভারত সহ বেশ কয়েকটি দেশ। তবে চিনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জারি থেকেছে আমেরিকার। বেশ কয়েকজন মার্কিন বিশ্লেষক ভারতের প্রশংসা করেছিল। তাদের বক্তব্য ছিল, ট্রাম্পকে না চটিয়ে ভারত 'স্মার্ট খেলেছে'। তবে আমেরিকার ওপর পালটা শুল্ক চাপায়নি বলে যে ভারত ট্রাম্পের সব দাবি মেনে নেবে, এমনটা ভাবার কোনও কারণ নেই বলে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
এই নিয়ে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, 'ভারত কখনই বন্দুকের মুখে আলোচনা করবে না, এমনকি জনগণের স্বার্থের জন্য কোনও চুক্তিতেও তাড়াহুড়ো করবে না।' মনে করা হচ্ছিল, ট্রাম্প যে ৯০ দিনের জন্যে পারস্পরিক শুল্ক স্থগিত করেছেন, সেই সময়ের মধ্যেই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন করা হতে পারে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির জন্যে কথাবার্তা চলছে। এরই মাঝে আবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতে আসছেন শীঘ্রই। তবে ভারত যে কোনও চুক্তি করতে তাড়াহুড়ো করবে না, তা স্পষ্ট করে দিলেন পীযূষ। তাঁর কথায়, 'বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা কখনও আলোচনা করব না। নিজেদের দেশের স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত কোনও চুক্তিই করবে না ভারত।' এর থেকেই স্পষ্ট, নানান আলোচনা এবং বৈঠকের মাধ্যমে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে যেতে চাইবে ভারত। প্রতিটি ক্ষেত্রেই এই সব আলোচনা গুরুত্বপূর্ণ হবে। তবে কোনও একটি নির্দিষ্ট বৈঠক থেকে এখনই বড় কোনও ঘোষণা হওয়ার সম্ভাবনা কম।