রেকর্ড গড়লেন সুইডিশ মার্কিন পোল ভল্টার আর্মান্ড দুপ্ল্যান্তিস। সাম্প্রতিক সময়ে ক্রীড়াবিদদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। প্যারিস অলিম্পিকের সময় সোনা জয়ের পর দৌড়ে গিয়ে তার বান্ধবীকে চুম্বনের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই আর্মান্ড আবারও নজির গড়লেন। ১১তম বারের জন্য নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙলের এই পোল ভল্টার। গতবছর সাইলেসিয়া ডায়মন্ড লিগে ৬.২৬ মিটারে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার অল স্টার পার্চ মিটে তিনি ভাঙলেন নিজের ৬ মাসের পুরোনো বিশ্বরেকর্ড।
আরও পড়ুন-নাকে কেঁদে লাভ নেই! ভারতকে দুবাইয়ে খেলতে হওয়া বাকিদের মতো হইচইয়ে রাজি নন কিউয়িরা
শুরু সেই ২০২০ থেকে। এরপর থেকে টানা যে প্রতিযোগিতায় তিনি নেমেছেন প্রায় প্রতিক্ষেত্রেই কিছু না কিছু নজির গড়ে ট্র্যাক ছেড়েছেন সুইডিশ এই পোল ভল্টার। রেকর্ড গড়াটাই তার অভ্যাস। যেটা নিয়মিত করেই চলেছেন ২৫ বছর বয়সী এই পোল ভল্টার।
একঝলকে শেষ ৫ বছরে তার পরিসংখ্যান
২০২০ সালের ৮ ফেব্রুয়ারি পোল্যান্ডের টরুনে তিনি ৬.১৭ মিটার জাম্প দিয়ে বিশ্বরেকর্ড করেন
সেই বছরই ১৫ ফেব্রুয়ারি তিনি নামেন গ্রেট ব্রিটেনের এমিরেটস এরিনায়, তিনি ৬.১৮ মিটার জাম্প দেন
৭ ম্যাচ ২০২২ সালে সার্বিয়ার বিওগার্ডের স্টার্ক এরিনায় তিনি ৬.১৯ মিটার জাম্প দেন
২ সপ্তাহ পর সার্বিয়ার সেই ভেনুতেই ফের ৬.২০ মিটার লাফ দিয়ে রেকর্ড গড়েন তিনি।
সেবছরই ২৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনের হেওয়ার্ড ফিল্ডে তিনি ৬.২১ মিটার জাম্প দেন
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ফ্রান্সের মাইসন দেস স্পোর্টসের ম্যাচে তিনি ৬.২২ মিটার জাম্প দিয়ে বিরল নজির গড়েন
১৭ সেপ্টেম্বর ২০২৩ মার্কিন যুক্তরাষ্ট্রের হেওয়ার্ড ফিল্ডে তিনি ৬.২৩ উচ্চতায় জাম্প দেন
২০২৪ সালের ২০ এপ্রিল চিনের এগ্রেট স্টেডিয়ামে ৬.২৪ মিটার জাম্প দেন তিনি।
একই বছর আগস্টের ৫ তারিখ প্যারিসের স্টেড দে ফ্রান্সে তিনি নেমেই রেকর্ড গড়েন, এবার জাম্প দেন ৬.২৫ মিটার
২৫ আগস্ট ২০২৪ তিনি পোল্যান্ডের স্টেডিওন স্লাসকিতে ৬.২৬ মিটার জাম্প দেন
আর এবার তিনি নজির গড়লেন ফ্রান্সের মাইসন দেস স্পোর্টসের ট্র্যাকে, জাম্প দিলেন ৬.২৭ মিটার
২ বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন
গত ২বারই অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হয়েছেন পোল ভল্টে। কিন্তু তাতেও জয়ের খিদে যে একদমই কমেনি সর্বকালের অন্যতম সেরা এই পোল ভলটারের, সেটার প্রমাণ মিলেছে এই পারফরমেন্সেই যা ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রসঙ্গত অধুনা সোভিয়েত ইউনিয়নের সার্জিও বুবকা নিজের রেকর্ড ১৩ বার ভেঙেছিলেন। বর্তমানে দুপ্ল্যান্তিস ইউরোপিয়ান চ্যাম্পিয়নও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।