আইপিএলে একদমই ছন্দে নেই রোহিত শর্মা। ব্যাট হাতে তিনি রানের মধ্যে ফিরতে পারছেন না কোনওভাবেই। আরসিবির বিপক্ষে আশা করা হয়েছিল, তিনি হয়ত ছন্দে ফিরবেন। কিন্তু প্রথম বলেই কোনও মতে আউট হতে হতে বাঁচার পর শুরুটা ভালোই করছিলেন রোহিত শর্মা। কিন্তু যশ দয়ালকে বাউন্ডারি মেরে একটু আত্মবিশ্বাস পেতে না পেতেই তাঁকে বোল্ড আউট করেন বাঁহাতি পেসার।
CSK-র হয়ে বোলিং করছেন নীরজ চোপড়া? ভাইরাল ছবি নিয়ে তুুমুল হাসাহাসি নেটপাড়ার
আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না রোহিত শর্মা। তাঁর হাঁটুতে চোটের কথা জানানো হয়েছিল, আরসিবির বিপক্ষে তিনি খেলছিলেন স্রেফ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই। ফিল্ডিং করেননি, স্রেফ ব্যাট করতে নেমেছিলেন। ৯ বলে ১৭ রানে তিনি আউট হন, আর মুম্বই ইন্ডিয়ান্সও বহুদিন পর নিজেদের ঘরের মাঠে আরসিবির বিপক্ষে ম্যাচ হেরে যায়।
৪ ম্যাচে রোহিত শর্মার এবারের আইপিএলে রান মাত্র ৩৮, সেখানে তাঁর দল ৫ ম্যাচের মধ্যে হেরেছেও চারটি ম্যাচে। ফলে রোহিত পরেছেন সমালোচনার মুখে। অনেকেই বলছেন, যদি তাঁর নাম রোহিত শর্মা না হত, তাহলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের দলে সুযোগই পেতেন না। কথাটা খুব একটাও ভুল কিনা, সেটা নিয়েও একটা বিতর্ক চলতে পারে।
এই আবহেই এবার রোহিত শর্মাকে দেখা গেল বিরক্ত মেজাজে। আইপিএলের একটি ম্যাচে ফিল্ডিং করছিলেন রোহিত শর্মা। তখনই স্টেডিয়ামের যিনি সাউন্ড আর্টিস্ট ছিলেন, মানে যিনি আর কি দলগুলো এবং সমর্থকদের চিয়ার আপ করেন, তিনিই রোহিতের নামে জয়ধ্বনি দেওয়া শুরু করেন। আর তা শুনেই রোহিত শর্মার ফ্যানরাও তাঁকে চিয়ার আপ করতে থাকেন, যদিও সেটা শুনে রোহিতকে বেশ বিরক্ত দেখায়। মনে করা হচ্ছে তিনি রানের মধ্যে নেই বলেই এই জয়ধ্বনি মন থেকে মেনে নিতে পারছেন না। অবশ্য আরেকমহলের মত, রোহিত শর্মা কখনই ক্যামেরার লেন্স বা এই ধরণের চিয়ার আপ স্লোগান, খুব একটা পছন্দ করেননা।