৪ দিনের ভারত সফরের এসে জয়পুরে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আম্বার ফোর্ট পরিদর্শন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী উষা ভ্যান্স এবং তাঁদের তিন সন্তানও। সোমবার রাতেই রাজস্থানের জয়পুরে পৌঁছয় তাঁরা। বিলাসবহুল রামবাগ প্রাসাদে রয়েছেন বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: 'চিনের প্রতিবেশী হতে চাই' বলে কি ফের ভারতের সঙ্গে দুষ্টুমি 'গার্ডিয়ান' ইউনুসের?)
আরও পড়ুন: বাংলাদেশের মাটিতে আরাকান আর্মির 'উৎসব', আর ইউনুস নাকি চোখ রাঙায় ভারতকে!
মঙ্গলবার সকালেই তিন সন্তান- ইওয়ান, বিবেক এবং মিরাবেলকে নিয়ে আম্বার ফোর্ট পরিদর্শনে যান সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেখানে ভ্যান্স পরিবারকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। ঐতিহ্যবাহী রাজস্থানী নৃত্য এবং সুসজ্জিত হাতির মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। এদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পরিবারের সঙ্গে একটি জিপসিতে ফোর্টের বাইরের অংশ, মাভথা সরোবর এবং কেসর কিয়ারি উদ্যান পরিদর্শন করেছেন। জেডি ভ্যান্স এবং তাঁর পরিবার প্রায় এক ঘণ্টার আম্বার ফোর্ট ঘুরে দেখেছেন এবং একজন গাইডের সাহায্যে দুর্গের ইতিহাস সম্পর্কে জেনেছেনও। দুর্গ কমপ্লেক্সে অবস্থিত ১১৩৫ এডি রেস্তোরাঁয় তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। (আরও পড়ুন: বাংলাদেশকে ভারত বোঝাল - 'আপনাকে বড় বলে, বড় সে নয়...')
আরও পড়ুন-'ঐতিহাসিক সম্পর্ক…', তৃতীয় সৌদি সফরে যাওয়ার আগে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর
এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে মার্কিন-ভারত সম্পর্ক নিয়ে বক্তব্য রাখবেন। তার আগে জেডি ভ্যান্স এবং তাঁর পরিবার পথে জল মহল, হাওয়া মহল এবং পরকোটাও পরিদর্শন করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং তাঁর পরিবার রামবাগ প্রাসাদে মধ্যাহ্নভোজ করবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভ্যান্স রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে মার্কিন ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি ফের রামবাগ প্যালেসে ফিরে যাবেন। সন্ধ্যায় তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন বলেও জানা গিয়েছে। ভ্যান্স পরিবারের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হবে হোটেল রামবাগ প্যালেসেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট রাতটি জয়পুরে কাটাবেন। বুধবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার পরিবারের সঙ্গে জয়পুর থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হবেন। তাঁরা ঘুরে দেখবেন বিশ্বের সপ্তম আশ্চর্য্য তথা অন্যতম দর্শনীয় স্থান তাজমহল এবং ঐতিহ্যবাহী শিল্পগ্রাম। এরপর বিকেলে ফের জয়পুরে ফিরে আসবেন এবং সন্ধ্যায় সিটি প্যালেসে যাবেন। ভ্যান্স তার পরিবারের সঙ্গে সেখানে কিছু সময় কাটাবেন এবং তারপর রাতের বিশ্রামের জন্য হোটেল রামবাগ প্যালেসে ফিরে আসবেন। বৃহস্পতিবার সকালে তিনি এবং তাঁর পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে স্বাগত জানিয়েছেন ভ্যান্স পরিবারকে। সেখানেই হয় দ্বিপাক্ষিক বৈঠক।