অনন্ত মহাদেবন পরিচালিত ‘ফুলে’ মুক্তি পাওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। মুক্তির আগে সেন্সর বোর্ডের বেশ কিছু ব্যপারে আপত্তি থাকায় সিনেমার মুক্তি পিছিয়ে যায়। এর মধ্যেই আবার বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে সিনেমার গল্প ঘিরে। সিনেমা নিয়ে নিজেদের আপত্তি জানিয়েছিলেন বেশ কিছু ব্রাহ্মণ গোষ্ঠী, যার বিরুদ্ধে কথা বলেছিলেন অন্যতম পরিচালক অনুরাগ কাশ্যপ।
‘ফুলে’ সিনেমায় কাঁচি চালানোয় রীতিমতো বিরক্ত বোধ করেছিলেন অনুরাগ। সেন্সর বোর্ডের চারজন সদস্য ছাড়া কীভাবে একটি সিনেমা ছোট ছোট হিন্দু গোষ্ঠীদের কাছে পৌঁছে গেল, সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। নিশানা করেছিলেন ব্রাহ্মণ সমাজকে। সেই মন্তব্যের জেরেই এবার বিপাকে পড়তে হল অভিনেতা তথা পরিচালককে।
আরও পড়ুন: 'এ এক...', ইরফানের সঙ্গে তুলনা টানায় কী বললেন জয়দীপ?
আরও পড়ুন: রণবীরকে 'গসিপ কিং' বলায় রেগে কাঁই আলিয়া! আচমকাই পুরোনো ভিডিয়ো
ক্ষমা চেয়ে অনুরাগ একটি নোট পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টে তিনি লেখেন, ‘আমি ক্ষমা চাইছি, তবে আমার আগের পোস্টের জন্য নয়, বরং সেই লাইনের জন্য যা কোনো কারণ ছাড়াই উঠিয়ে নিয়ে এসে, ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমার বলা কোনও মন্তব্যের ফলে আমার বাড়ির মেয়ে, পরিবার বা বন্ধুবান্ধব এমনকি সহকর্মীদের ধর্ষণের হুমকি দেওয়া হবে, এটা আশা করা যায় না।’
অনুরাগ আরও লেখেন, ‘আমি যা বলেছিলাম তা ফিরিয়ে নেওয়া যায় না, বা আমি ফিরিয়ে নেবও না। আপনাদের মনে হলে আমাকে গালিগালাজ করুন কিন্তু আমার পরিবার এই প্রসঙ্গে কিছু বলেনি, তাই ওদের রেহাই দিন। আপনারা যদি চান আমি ক্ষমা চাই, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বাড়ির মহিলাদের ছেড়ে দিন। এইটুকু সংস্কার তো নিশ্চয়ই শাস্ত্রেও থাকবে। তবে যতটুকু জানি মনুবাদে নেই। আপনারা কেমন ব্রাহ্মণ তা আপনারাই ঠিক করে নিন। বাকি আমার তরফ থেকে ক্ষমা প্রার্থনা করলাম।’
সমস্যার সূত্রপাত
সমস্যা তখন শুরু হয় যখন ‘ফুলে’ সিনেমাটি নিয়ে মন্তব্য করেন অনুরাগ এবং তাঁর পোষ্টের নিচে একজন মন্তব্য করে লেখেন, ‘ব্রাহ্মণরা আপনার পিতা।’ এই কমেন্টের জবাবে অনুরাগ লেখেন,' আমি ব্রাহ্মণদের ওপর প্র*** করি। কোনও সমস্যা?' তিনি যে শুধু এই মন্তব্যটি করেছিলেন তা নয়, এই মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, ‘সবাই দেখুন। যিনি মন্তব্য করেছেন তিনি একজন কাপুরুষ। সারা জীবন ধর্মের আড়ালে থেকে মানুষকে ছোট করে এবং নিজেকে বড় দেখায়।’
অনুরাগের এই পোস্ট করার সঙ্গে সঙ্গে গত শুক্রবার একজন আইনজীবী অনুরাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই আইনজীবী একটি টুইট করে লেখেন, ‘আমি মুম্বই পুলিশকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি আপনারা যথাযথ আইনি ব্যবস্থা নিন। একজন ব্যক্তির এমন পদক্ষেপ আগামী দিনে সমাজের ক্ষতির কারণ হবে, আপনারা যথাযথ পদক্ষেপ নিন এর বিরুদ্ধে।’
আরও পড়ুন: 'এ তো বাবা-মায়ের মধ্যে একজনকে...', দুই রণবীরের মধ্যে কাকে বেছে নিলেন দীপিকা?
আরও পড়ুন: ব্যবসায়ী আরিয়ান! পানীয়ের ব্র্যান্ড লঞ্চ করতে কলকাতায় আসছেন শাহরুখ পুত্র, কবে?
প্রসঙ্গত, পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও মুম্বই পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে কিনা সেই নিয়ে কোনও আপডেট জানা যায়নি। এদিকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ‘ফুলে’-কে ইউ সার্টিফিকেট দিয়েছে এবং সিনেমা থেকে ‘মাং’, ‘মহর’, ‘পেশোয়াই’ এই শব্দগুলি বাদ দিতে বলেছেন। শুধু তাই নয়, ৩০০০ সাল পুরনো কথা পাল্টে বহু বছর পুরনো শব্দ ব্যবহার করতে বলেছেন। সমস্ত নিয়ম মেনেই সংলাপে সংশোধন এনেছেন পরিচালক এবং সব ঠিক থাকলে আগামী ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে প্রতীক গান্ধী এবং পত্রলেখার ‘ফুলে’।