প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস।মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর এখন সকলের নজর পরবর্তী পোপ নির্বাচনের দিকে রয়েছে। ‘পোপ কনক্লেভ’-এ ভোট দেবেন যোগ্য কার্ডিনালরা। আর তারমধ্যে রয়েছেন ৪ জন ভারতীয়।
আরও পড়ুন-সপরিবারে আমের ফোর্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পেলেন রাজকীয় অভ্যর্থনা
ক্যাথলিক চার্চের আইন অনুসারে, ৮০ বছরের কম বয়সি কার্ডিনালরাই ভোট দিতে পারবেন। বিশ্বে এখন কার্ডিনালের সংখ্যা ২৫২। তারমধ্যে ১৩৮ জন ৮০ বছরের কম বয়সি। ভারতে বর্তমানে ছয় জন কার্ডিনাল আছেন, যাদের একজনের বয়স ৮০, একজনের ৭৯ এবং বাকিরা ৮০ বছরের কম। ফলে নতুন পোপ নির্বাচনে শুধুমাত্র ভোট দেবেন ভারতের কার্ডিনাল ফিলিপ নেরি ফেরো (৭২), কার্ডিনাল ক্লেমিস বাসেলিওস (৬৪), কার্ডিনাল অ্যান্থনি পুলা (৬৩) এবং কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাদ (৫১)।
কার্ডিনাল ফিলিপ নেরি ফেরো:
৭২ বছর বয়সি কার্ডিনাল ফিলিপ নেরি ফেরো গোয়া ও দমনের আর্চবিশপ। তিনি ২৮ অক্টোবর ১৯৭৯ সালে প্রিস্ট, ১০ এপ্রিল ১৯৯৪ সালে এপিস্কোপেট এবং ২৭ আগস্ট ২০২২ সালে কলেজ অফ কার্ডিনালসে উন্নীত হন।
কার্ডিনাল ক্লেমিস বাসেলিওস:
সাইরো-মালাঙ্কারা ক্যাথলিক চার্চের মেজর আর্চবিশপ-ক্যাথলিক এবং ত্রিভান্দ্রমের মেজর আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন ৬৪ বছর বয়সি কার্ডিনাল ক্লেমিস বাসেলিওস। তিনি ১১ জুন ১৯৮৬ সালে প্রিস্ট, ১৫ আগস্ট ২০০১ সালে এপিস্কোপেট এবং ২৪ নভেম্বর ২০১২ সালে কলেজ অফ কার্ডিনালসে উন্নীত হন।
কার্ডিনাল অ্যান্থনি পুলা:
ভারতের দলিত সমাজ থেকে প্রথম কার্ডিনাল হয়েছেন ৬৩ বছর বয়সি কার্ডিনাল অ্যান্টনি পুলা।বর্তমানে তিনি হায়দরাবাদের মেট্রোপলিটন আর্চবিশপ।
কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাদ:
৫১ বছর বয়সি কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাড় কেরালার সাইরো-মালাবারের আর্চবিশপ। পাশাপাশি ভ্যাটিকানের একজন দক্ষ কূটনীতিক হিসেবেও পরিচিতি আছে তাঁর। ২০২১ থেকে ২০২৫ সালের জানুয়ারিতে আন্তঃধর্মীয় সংলাপের জন্য ডিকাস্ট্রির প্রিফেক্ট হিসেবে নিযুক্ত হওয়ার আগে পর্যন্ত পোপ ফ্রান্সিসের আন্তর্জাতিক ভ্রমণের আয়োজন করেছিলেন। বর্তমানে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ কার্ডিনালদের একজন।
আরও পড়ুন-সপরিবারে আমের ফোর্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পেলেন রাজকীয় অভ্যর্থনা
উল্লেখ্য, রবিবারই খ্রিস্টান ক্যাথলিক ধর্মালবলম্বীদের উদ্দেশে ইস্টারের বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। তাঁর কথা শোনার জন্য ভ্যাটিক্যান স্কোয়্যারে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। দীর্ঘ দিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিক্যানে তাঁর বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ।