আইলিগ চ্যাম্পিয়ন হল চার্চিল ব্রাদার্স। শনিবারই এআইএফএফের তরফ থেকে আপিল কমিটির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল। গোয়ান চার্চিল ব্রাদার্সকেই আইলিগের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করল এআইএফএফ। ২০২৪-২৫ মরশুমে আইলিগের শিরোপা উঠবে কার হাতে, সেটা জানার জন্য এআইএফএফের দিকে তাকিয়া থাকতে হয়েছিল। পয়েন্টে বেশি থাকা সত্ত্বেও আইলিগের চ্যাম্পিয়ন হিসেবে এতদিন চার্চিলকে ঘোষণা করেনি ফেডারেশন। এবার তাঁদের নামই সরকারিভাবে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করল ফেডারেশন।
১২ বছর পর ফের গোয়ার ক্লাবে ঢুকল আইলিগের শিরোপা। শেষ ম্যাচে রিয়াল কাশ্মীরের সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল চার্চিল ব্রাদার্সের ম্যাচ। ফলে তাঁদের পয়েন্ট দাঁড়ায় ২২ ম্যাচে ৪০। সেদিক থেকে দেখলে ইন্টার কাশীর পয়েন্ট কম থাকলেও তাঁদের একটি পয়েন্টের ভাগ্য ঝুলছিল এআইএফএফের হাতে।
আসলে ইন্টার কাশী ফুটবল দল নামধারী এফসির বিরুদ্ধে হেরে যাওয়ার পরেও উত্তরপ্রদেশের ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছিল নামধারী এফসি এক ফুটবলারকে অবৈধভাবে খেলিয়েছে। কারণ সেই ফুটবলারটির নামধারীর হয়ে ইন্টার কাশীর বিরুদ্ধে নামার কথা ছিল না। কিন্তু সেই ফুটবলারকে নামানোয় পরে প্রতিবাদ জানায় কাশীর দল। তাতেই এআইএফএফ প্রথমে তিন পয়েন্ট নামধারীর থেকে নিয়ে ইন্টারকে দিয়ে দিয়েছিল।
পরে আপিল কমিটির কাছে বিষয়টি নিয়ে যায় নামধারী এফসি। তারপর আপিল কমিটি আবার পয়েন্ট কেটে নেয় কাশীর থেকে। ফলে শেষ ম্যাচের পরেও পয়েন্ট তালিকায় ইন্টার কাশীর ১ পয়েন্ট কম ছিল ১ ম্যাচ কম খেলে, কারণ সেই ম্যাচের সিদ্ধান্ত ঝুলেছিল এআইএফএফের হাতে। যদি এআইএফএফ তিন পয়েন্ট কাশীকে ফিরিয়ে দিত তাহলে তাঁরাই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছিল। কিন্তু সেই পয়েন্ট না দেওয়ায় ১ পয়েন্টের ব্যবধানে আইলিগ জিতল গোয়ার চার্চিল ব্রাদার্সই। এটি তাঁদের তৃতীয় আইলিগ শিরোপা। ২২ ম্যাচে ইন্টারের পয়েন্ট দাঁড়াল ৩৯।
আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অবশ্য অন্য কারণও রয়েছে। কদিন আগেই সুপার কাপ থেকে চার্চিল ব্রাদার্স প্রতিবাদ করে নাম তুলে নিয়েছে। ফলে মোহনবাগানের সঙ্গে ম্যাচ থাকলেও সেই ম্যাচ থেকে চার্চিল নাম প্রত্যাহার করে নেয়, কারণ তাঁদেরকে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়নি।
এরপরই এআইএফএফও কিছুটা চাপে পড়ে যায়। কারণ যতই হোক, আইলিগ চ্যাম্পিয়ন দলকে সুপার কাপে খেলাতে না পারাটা অত্যন্ত লজ্জার। আর দ্বিতীয়ত একবার পয়েন্ট ইন্টারের থেকে কেটে নেওয়ার পর আবার সেই পয়েন্ট ফিরিয়ে তাঁদের চ্যাম্পিয়ন করা হলে এআইএফএফের বিভিন্ন কমিটির প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন উঠে যেত। তাই আইলিগ নিয়ে এআইএফএফর আপিল কমিটি চার্চিলের পক্ষেই রায় দিলেন। ফলে আগামী মরশুমে আইএসএলে খেলতে দেখা যাবে চার্চিল ব্রাদার্সকে।
যদিও ইন্টার কাশীও কিন্তু সরাসরি আপিল কমিটির আবেদনের বিরুদ্ধে যাচ্ছে সর্বোচ্চ ক্রীড়া আদালত স্পোর্টস আর্বিট্রেশন ফর স্পোর্টসে। আপিল কমিটির রায়কে মেনে নিয়েই তাঁরা এক বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, তাঁরা সর্বোচ্চ আদালতে যাবেন। সঙ্গে হুঙ্কার দিয়ে রাখলেন তারা। বললেন, এখনই কেউ যদি আগাম উচ্ছাস-আনন্দ করতে চায়, তাহলে সেটা পরবর্তী সময় ভুল হিসেবে প্রমাণিত হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।