আগামী শনিবার সম্পন্ন হতে চলেছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। সংবাদমাধ্যম এএফপি সূত্রে খবর, শনিবার আন্তর্জাতিক সময় মেনে সকাল আটটায় সম্পন্ন হবে তাঁর অন্তিম কৃত্য, এমনটাই জানিয়েছে ভ্যাটিকান। দীর্ঘদিন ধরেই নিউমোনিয়াতে ভুগছিলেন পোপ ফ্রান্সিস। হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় ৩৮ দিন। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ হৃদরোগে মৃত্যু হয় বলে বিবিসি সূত্রে খবর।
আরও পড়ুন - Who Will Be Next Pope: ফাদার ফ্রান্সিসের পর রোমান ক্যাথলিক জগতের পরবর্তী পোপ কে? কীভাবে হবে নির্বাচন
আরও পড়ুন - Pope Francis Quotes: ‘আমিও পাপী…’ পোপ ফ্রান্সিসের এই ৯ উক্তি আজও গোটা বিশ্বের কাছে আদর্শ
১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের সর্বেসর্বা ছিলেন পোপ। তাঁর আমলে একাধিক বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন ফাদার ফ্রান্সিস। নারীদের চার্চের অন্দরে সমানাধিকার দেওয়া থেকে পরিবেশ রক্ষা নিয়ে সওয়াল তোলার মতো যুগান্তকারী ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও, যৌনতার নিরিখে প্রান্তিক মানুষদের নিয়ে তাঁর সংবেদনশীল মন্তব্য আজও বহু মানুষকে আলোড়িত করে। বহু মানুষের রোগও সারিয়েছে তাঁর ঐশ্বরিক স্পর্শ।