সদ্যই জি বাংলার তরফে ফুলকি ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই নায়িকা একরাতে এক কেজি ওজন কমানোর প্রতিজ্ঞা করতেই হেসে গড়িয়ে পড়ছে নেটপাড়া। কটাক্ষের বন্যা কমেন্ট বক্সে।
আরও পড়ুন: লিমকা বুক অব রেকর্ডসে ‘অতি উত্তম’! কোন নজির গড়ায় এই সাফল্য পেল সৃজিতের ছবি?
আরও পড়ুন: জাট-সিকান্দরের মাঝে ঢিমে তালে সফর শুরু কেশরী ২-র! কত কোটি দিয়ে খাতা খুলল অক্ষয়ের ছবি?
কী ঘটেছে?
এদিন ফুলকি ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফুলকির ওজন মাপা হচ্ছে যেখানে তার নির্ধারিত ওজনের থেকে এক কেজি বেশি। সেটা দেখেই মাথায় হাত পড়ে তার। রোহিতকে বলে যে এবার কি হবে? কীভাবে তার ওজন বাড়তে পারে সে তো ম্যাচ থেকে বাদ পড়ে যাবে। সেই কথা শুনে আড়াল থেকে শালিনীকে বলতে শোনা যায় যে ওজন বাড়ার সাপ্লিমেন্ট সেই তার খাবারে মিশিয়েছে। রোহিত জানায় এখন একরাতের মধ্যে কোনও ভাবেই এক কেজি ওজন কমানো সম্ভব নয়। কিন্তু ফুলকি প্রতিজ্ঞা করে যে সে পারবেই। পারতে তাকে হবেই। শুধু তাই নয় এই ম্যাচও সে জিতবে। আর বলেই শরীর চর্চা শুরু করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত সে পারে কিনা ওজন কমাতে সেটাই দেখার।
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আনা পরই হাসির ধুম পড়েছে নেটপাড়ায়। এক রাতে এক কেজি ওজন কমানোর প্রতিজ্ঞা শুনেই হাসি থামছে না নেটনাগরিকদের। এক ব্যক্তি লেখেন, 'বলছি ওষুধটা পাওয়া যাবে জি বাংলা? না মানে আপনারাই তো সিরিয়ালটা চালাচ্ছেন।' আরেকজন লেখেন, 'এ কোন সাধারণ মেয়ে নয় লা!
এক ঘন্টায় ১ কেজি ওজন কমানো কোন ব্যাপার এই নয় লা।' তৃতীয় জন লেখেন, 'ভিনেশ ফোগাট কোণে বসে কাঁদছে।' চতুর্থ জন লেখেন, 'একঘন্টায় ফুলকি ১ কেজি ওজন কমিয়ে ফেলতে পারে আর আমরা বাঙালিরা ১ সপ্তাহেও ১গ্রাম কমাতে পারি না।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'একটু লজিক রেখে লিখলে কি পেনের কালি বেশি নষ্ট হয়?'
আরও পড়ুন: 'দাম্পত্যের বিষয়গুলো কীভাবে...' দিলীপ সাতপাকে বাঁধা পড়তেই কী বললেন দোলন-দীপঙ্কর? শুভেচ্ছা ঋদ্ধির
আরও পড়ুন: ৬০ বছরে সাতপাক! ‘দিলু’দার বিয়েতে দিলওয়ালে দুলহানিয়ার সঙ্গে মিল খুঁজে কী লিখলেন ঋত্বিক?
প্রসঙ্গত চলতি সপ্তাহে ফুলকি ধারাবাহিকটি চমক দিয়ে বহুদিন পর বেঙ্গল টপার হয়েছে। জগদ্ধাত্রী এবং ফুলকি এই সপ্তাহে একসঙ্গে বেঙ্গল টপার হয়েছে।