অভীক সরকারের অতি জনপ্রিয় গল্প ‘ভোগ’ নিয়ে হইচই-এর পর্দায় আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোমবার ছিল সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এদিনের সন্ধ্যায় পরিচালক পরমব্রত তো বটেই, তাছাড়াও হাজির ছিলেন সিরিজের প্রধান মুখ অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র। সিরিজ প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন তাঁরা। পরম বলেন 'ভোগ' গল্পের নায়ক ‘অতীন’-এর সঙ্গে তিনি নিজের মিল খুঁজে পান, আর সেটাই ছিল তাঁর এই সিরিজটি তৈরি করার প্রথম ধাপ।
পরমব্রত এই প্রসঙ্গে বলেন, ‘আমি যখন ভোগ প্রথম পড়ি, আমি কোথাও একটা 'অতীন’-এর সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছিলাম। কেন? কারণ গল্পে 'অতীন'-এর বাবা-মা নেই। সে আর্থিক ভাবে স্বচ্ছ্বল বা তার কোনও আর্থিক অন্টন-অভাব নেই। তার বাড়িতে এক বৃদ্ধ পরিচারিকা রয়েছে, তার সঙ্গে অতীনের মা-ছেলে গোছের সম্পর্ক। এরকম ভাবে অতীন জীবনযাপন করে, সে অবিবাহিত। এই জীবনটা আমি নিজে অনেকদিন কাটিয়েছি। কারণ আমি খুব অল্প বয়সে আমার বাবা-মাকে হারাই। সেই কারণে আমার মনে হয়েছিল যে আমি যদি 'অতীন'-এর জায়গায় থাকতাম, তাহলে আমার কোন রন্ধ্র পথ দিয়ে এই অতিপ্রাকৃত বিষয়টা প্রবেশ করতে পারে।'
আরও পড়ুন: সম্পর্কের গল্পে মুখোমুখি বিশ্বনাথ-ভাস্বর! আসছে নতুন ছবি 'অসহ্য'
পরমব্রতর মতে, বাবা-মাকে হারানোর যন্ত্রণাকে মানুষ খানিক জোর করেই সরিয়ে রাখেন তবে কষ্টটা ভিতর ভিতর থেকেই যায়। তাঁর কথায়, ‘আসলে আমরা যতই বলি না কেন যে বাবা-মাকে হারানোর পর অনেকটা বড় হয়ে যাই বা তাঁদের হারানোর শোকটা ভুলে যাই। সেটা কিন্তু আসলে হয় না। তাঁদের হারানোর সেই শোকটা থেকেই যায় সব সময়। এই শোকটাকে আমারা এড়িয়ে যায়। এই যন্ত্রণাটাকে মাথার একটা কোণে সরিয়ে রেখে, এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সেটা ভিতরে ভিতরে একটা ক্ষরণ ঘটাতে থাকে, মন খারাপটা থেকেই যায়। এই মন খারাপের রাস্তা দিয়েই কিন্তু এই অতিপ্রাকৃত যা কিছুর প্রবেশ। যেমনটা আমরা গল্পে পাই। আমার কাছে গল্পটা এই ভাবেই ধরা দিয়েছে।’
আরও পড়ুন: বক্স অফিসে ১ কোটি ছুঁইছুঁই পুরাতনের, ১০ দিনে কিলবিল সোসাইটির আয় কত হল?
তিনি আরও বলেন, 'এই কথাগুলো হয়তো অভীকদার গল্পে চোখে আঙুল দিয়ে দেখানো হয়নি, কিন্তু এটার আবহটা সৃষ্টি করা আছে। তাই আমি ‘ভোগ’-এর পুরোটাই এক রকম রাখার চেষ্টা করেছি। আমি শুধু এই জায়গাটাকে একটু আন্ডারলাইন করেছি। আর এটা আন্ডার লাইন করার ইচ্ছে থেকে আমার 'ভোগ' বানানোর তাগিদটা প্রথম আসে। আসলে মানসিক ভাবে আমাদের অনেক অভিজ্ঞতা আমাদের দুর্বল করে, যেটাকে আমরা হয়তো স্বীকার করি না বা মুখোমুখি দাঁড়াই না বা দাঁড়ানোর সাহস করি না।'