মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, যথা সময়ে তিনি মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন। কিন্তু, সেই যথাসময়টা ঠিক কখন, সেটা আগে খোলসা করেননি তিনি, সেকথা জানালেন আজ (মঙ্গলবার - ২২ এপ্রিল, ২০২৫)।
এদিন দুপুর ১২টা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে আয়োজিত প্রশাসনিক সভায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকে মমতা ঘোষণা করেন, আগামী মে মাসের (২০২৫) প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ সফরে যাবেন তিনি। তার আগে দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি সেরেই সদ্য হিংসার কবলে পড়া মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী।
এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, মুর্শিদাবাদের হিংসায় যে তিনজনকে প্রাণ দিতে হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে রাজ্য় সরকারের তরফে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতায় গৃহহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। যাঁদের দোকান ভাঙচুর করা হয়েছে, তাঁদের ক্ষয়ক্ষতির হিসাব হয়ে গেলে সেই টাকাও সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে।
এরই সঙ্গে এদিন মমতা জানান, যাঁরা অশান্তির ফলে জীবন হারিয়েছেন, প্রয়োজনের সেই পরিবারগুলির বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নেবে রাজ্য সরকার।
এদিন মুর্শিদাবাদের হিংসা নিয়ে ফের একবার মুখ খোলেন মমতা। বলেন, যে বা যারা এই হিংসা ঘটিয়েছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। একইসঙ্গে, আরও একবার এই ঘটনার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, 'মনে রাখবেন একটা অশান্তি হয়েছে, দুঃখজনক। সেটাও বহিরাগতরা কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে করেছে। কীভাবে করেছে, সেই চক্রান্ত আমরা ফাঁস করে দেব। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে কথা দিয়েছি, ১০ লক্ষ টাকা করে দেব। আমাদের সাংসদরাও বলে এসেছেন, দরকার হলে তাঁদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার।'
এই প্রসঙ্গে হিংসায় আক্রান্তদের ফের একবার আশ্বাসবাণী শোনান মুখ্যমন্ত্রী। জানান সরকার তাঁদের সকলের পাশে আছে এবং থাকবে। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'কাদের বাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা সমীক্ষা করে দেখছি। আমি মে মাসের শুরুতে যাব। তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এটুকু ভরসা আপনারা করতে পারেন, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন।'
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনও হিংসা কবলিত এলাকাগুলিতে তাদের প্রতিনিধিদল পাঠিয়েছে। মমতা এর আগে জানিয়েছিলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই তিনিও মুর্শিদাবাদ সফরে যাবেন।