Threat to Judge in Court: ‘বাইরে বেরো, দেখি কীভাবে বেঁচে বাড়ি যাস..’, ভরা কোর্টে মহিলা বিচারককে হুমকি অপরাধীর
2 মিনিটে পড়ুন Updated: 21 Apr 2025, 11:15 PM ISTবিচারককে খুনের হুমকি দোষী সাব্যস্ত অপরাধীর। কোথায় ঘটল?
বিচারককে খুনের হুমকি দোষী সাব্যস্ত অপরাধীর। কোথায় ঘটল?
ভরা কোর্ট রুমে দাঁড়িয়ে কাঠগড়া থেকে সোজা হুমকি মহিলা বিচারককে। হুমকি উড়ে এল সোজা মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির তরফে। কোর্টে দাঁড়িয়ে বিচারক শিবাঙ্গী মাঙ্গলাকে ওই অপরাধী হিন্দিতে বলতে থাকে, ‘তু হ্যায় ক্যায়া চিজ..!’গোটা কোর্ট ততক্ষণে হতভম্ব। খোলা কোর্টে খুনের হুমকি উঠে আসে বিচারকের প্রতি।
ঘটনা দিল্লির দ্বারকা কোর্টের। সেখানে কোর্ট রুমে অভিযুক্ত, দোষী সাব্যস্ত হতেই মহিলা বিচারকের দিকে আঙুল তোলে। সোজা হুমকির সুরে মহিলা বিচারককে সে বলতে থাকে,'তুই কি এমন জিনিস! তুই বাইরে বেরো, দেখি কীভাবে বাড়ি যাস বেঁচে।' ওই অপরাধীর দাবি, ওই বিচারক যেন ইস্তফা দেন। তাঁর বিরুদ্ধে অপরাধ অভিযোগও করবেন বলে জানিয়েছেন অপরাধীর আইনজীবী।
এই ঘটনা গত ২ এপ্রিলের। সেদিন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এনআই অ্যাক্ট) শিবাঙ্গী মাঙ্গলার এজলাসে একটি চেক বাউন্স মামলার শুনানি চলছিল। মামলায় অভিযুক্তকে চেক বাউন্সের জন্য দোষী সাব্যস্ত করেন বিচারক। তিনি অভিযপক্তকে ফৌজদারি কার্যবিধির ধারা ৪৩৭ এ ধারা অনুসারে জামিনের বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে দোষী। সে ভরা কোর্টেই বিচাররকে কিছু ছুড়ে মারতে উদ্যত হয়। ব্যক্তির সপক্ষে তার আইনজীবী সরব হন। তুমুল চিৎকার চেঁচামিচি শুরু হয় কোর্টে। অভিযোগ, মহিলা বিচারপতির মা বাবা তুলেও গালিগালাজ দেওয়া হয়েছে।
এদিকে, কোর্টের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের আইনজীবীর আচরণের জন্য লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বিচারক তাঁর নির্দেশের নথিতে অপরাধীর এই ব্যবহারকে নথিভূক্ত করেছেন। তিনি লিখেছেন, দোষী ও তাঁর আইনজীবী তাঁকে শুধু হুমকি দেননি, বিচারককে পদত্যাগ করার জন্য চাপ দিয়েছেন। এবিষয়ে তিনি মহিলা কমিশনকেও জানাবেন জানিয়েছেন। গত ৫ এপ্রিল, তিনি চেক বাউন্স মামলায় অভিযুক্তকে ২২ মাসের জেল এবং ৬.৬৫ লক্ষ টাকা জরিমানা করেন।